চিকিৎসার গাফিলতিতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ      চিকিৎসার গাফিলতিতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দৈবকিপুর গ্রামে। এদিন তার কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছতে কান্নায় ভেঙ্গে পড়ে গ্রামবাসীসহ পরিবারের লোকেরা।

আরও পড়ুন -  বরাকরের ব্যবসায়ী তেজপাল সিং কিটনাপিং এর ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি

পরিবার সূত্রে জানা যায়, কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতে দৈবকীপুর গ্রামের বছর চল্লিশের ব্যক্তি পুনিল মণ্ডল।প্রায় ১২ দিন আগে পেটের টানে গুজরাটের সুরাটে শ্রমিকের কাজ করতে যান, সেখানে কয়েকদিন কাজ করার পরে পেটের যন্ত্রণা নিয়ে প্রায় ৪ দিন আগে স্থানীয় এক সরকারি হাসপাতালে ভর্তি হন। পরিবারের লোকেদের অভিযোগ, সেই হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। সেখান থেকে শ্রমিকের কফিনবন্দি দেহ এদিন গ্রামে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। পুলিনের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

আরও পড়ুন -  Messi-Ronaldo: মেসি-রোনালদো ম্যাচের টিকিটের দাম, ২.৬৬ মিলিয়ন ডলার!