ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সাহায্য

Published By: Khabar India Online | Published On:

ওয়াসিম বারি, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ    বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন করোনা ও আমফান ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সাহায্য করছেন সেই মুহুর্তে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ক মাননীয় শ্রী রথীন ঘোষ মহাশয় এর হাতে দেগঙ্গার কলসূর হাই স্কুলের পক্ষ থেকে “ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড ” এর নামে 17001/-( সতেরো হাজার এক) টাকার একটি চেক তুলে দেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ মাননীয় অসিত মন্ডল মহাশয়।

আরও পড়ুন -  জুয়া না খেলায় বন্ধুদের হাতে আক্রান্ত হল আরেক বন্ধু