New Rules for Toto: বাংলায় টোটো চালানোর জন্য কঠোর নিয়ম, সরকার চালু করছে নতুন বিধি

Published By: Khabar India Online | Published On:

New Rules for Toto: বাংলায় টোটো চালানোর জন্য কঠোর নিয়ম, সরকার চালু করছে নতুন বিধি।

পশ্চিমবঙ্গে টোটো চলাচলের ওপর নিয়ন্ত্রণ আনতে নতুন বিধি চালু করতে চলেছে রাজ্য সরকার। লাইসেন্স ও পারমিট ছাড়া আর কেউ টোটো চালাতে পারবেন না। শহর থেকে মফস্বল পর্যন্ত ক্রমবর্ধমান টোটোর সংখ্যা যেমন সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা দিচ্ছে, তেমনি যানজট ও সড়ক দুর্ঘটনার সমস্যাও বাড়াচ্ছে। বিশেষ করে বেপরোয়া চালকদের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এসবের সমাধানে নতুন নীতি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন -  পায়ের তলায় মাটি সরে যাবে, আম্বানির সন্তানদের জীবনযাপনের কথা জানলে

টোটো রেজিস্ট্রেশন ও পারমিট বাধ্যতামূলক
পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, টোটোর রেজিস্ট্রেশন ও পারমিট বাধ্যতামূলক করা হবে। চালকদের একটি নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা টোটো চালানোর দক্ষতা যাচাই করবে। পরীক্ষায় সফল হলে তারা লাইসেন্স পাবেন।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি টোটোতে কোড ও নম্বরযুক্ত স্টিকার লাগানো হবে, যা টোটোগুলো সহজেই চিহ্নিত করতে এবং তাদের চলাচল নিয়ন্ত্রণ করতে সহায়ক হবে।

আরও পড়ুন -  আবার নতুন পোস্ট রিয়ার, সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগে, কেন করলেন ?

লাইসেন্সের জন্য বয়সসীমা ও রুট নিয়ন্ত্রণ
নতুন বিধি অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীরা টোটো চালানোর লাইসেন্স পাবেন না। কারণ নাবালক চালকদের অসতর্কতার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেশি। এছাড়া, টোটো চলাচলের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা হবে, যাতে এলোমেলোভাবে চলাচল না হয় এবং যানজট এড়ানো যায়।

আরও পড়ুন -  বাংলায় নতুন ঘোষণায় বাড়লো ভাতা, উন্নয়নে বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পাইলট প্রকল্পে ইতিবাচক ফলাফল
বাঁকুড়া পুরসভা এলাকায় ইতোমধ্যে ৭০০টি টোটোতে কোড ও নম্বর যুক্ত স্টিকার লাগানো হয়েছে। প্রায় ১৩০০টি টোটোর জন্য আবেদন জমা পড়েছে। তবে অতিরিক্ত টোটো রাস্তায় নামলে নতুন সমস্যার সৃষ্টি হতে পারে বলে প্রশাসন সতর্ক রয়েছে।

এই নতুন বিধি কার্যকর হলে টোটোর অনিয়ন্ত্রিত চলাচল রোধ হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।