35 C
Kolkata
Thursday, May 16, 2024

Vande Bharat Express Manufacturing: ৮০টি স্লিপার ক্লাস বন্দে ভারত, তৈরি হবে উত্তরপাড়ায়, প্রথম ট্রেন দু বছরের মধ্যেই

সেমি হাই স্পিড ট্রেন উত্তরপাড়ায় তৈরি হতে চলেছে

Must Read

স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস উত্তরপাড়ায় তৈরি হতে চলেছে। সূত্রের খবর আগামী ৬ বছর হুগলির উত্তরপাড়ায় ৮০টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের বেশিরভাগ অংশ তৈরি হবে। রেলের সেমি হাই স্পিড ট্রেন তুলে দেবে টিটাগর ওয়াগন লিমিটেড। আগামী ২৪ মাসের মধ্যে কমপক্ষে প্রথম বন্দে ভারতে এক্সপ্রেস দিতে হবে বলে সূত্রের খবর। উত্তরপাড়ার কারখানায় যে বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হবে, যৌথভাবে তার বরাত পেয়েছে টিটাগড় ওয়াগন লিমিটেড ও রাষ্ট্রীয়ত্ব সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। 

স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করার জন্য ও রক্ষণাবেক্ষণের জন্য মোট ২৪ হাজার কোটি টাকার বরাত মিলেছে। এই ট্রেন তৈরি করার জন্য ১০ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে।

আরও পড়ুন -  Domestic Totka: ঘরোয়া টোটকায় সারবে দাঁতের ব্যথা

৩৫ বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে টিটাগর ও ভেল। প্রতিটি স্লিপার ক্লাস বান্দে ভারত এক্সপ্রেস তৈরি করতে খরচ পড়বে ১২০ কোটি টাকার মতো। ধাপে ধাপে বাকি স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস হাতে পাবে ভারতীয় রেল। স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস এর পুরোটা উত্তরপাড়ায় তৈরি হবে না। সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেস এর মূল যে অংশ রয়েছে, সেগুলি তৈরি হবে উত্তরপাড়ার টিটাগর ওয়াগান লিমিটেডের কারখানায়। বাকি অংশগুলি অর্থাৎ ইলেকট্রনিক্স ও প্রপালশন সিস্টেম তৈরি হবে বেঙ্গালুরু ভেলের কারখানায়।

আরও পড়ুন -  Vande Bharat Train: বন্দে ভারত এক্সপ্রেসে ঘুমিয়ে সফর করতে পারবেন, সুসংবাদ দিল রেল

উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় সর্বনিম্ন দর দেয় টিটাগড় ওয়াগনস লিমিটেড ও BHEL। যৌথভাবে সর্বনিম্ন দর দেয় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL) ও রাশিয়ার সংস্থা সিজেএসসি ট্রানম্যাশহোল্ডিং। দুই সংস্থা যৌথভাবে ১২০ টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করবে।

আরও পড়ুন -  অনিদ্রার সমস্যার সমাধানে আর্য়ুবেদ পদ্ধতির ব্যবহার

Latest News

Web Series: শরীরের খিদে মিটাতে শ্বশুরের কাছে এলেন এই গৃহবধূ, যদি একলা থাকেন তাহলে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খিদে মিটাতে শ্বশুরের কাছে এলেন এই গৃহবধূ, যদি একলা থাকেন তাহলে এই ওয়েব সিরিজ।  Web Series টি...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img