এই মাছগুলি এবার পাতে থাকবে না, ইলিশ, পাবদা, পারশে, ভেটকি, ট্যাংড়া ও পমফ্রেট, কি হয়েছে?

Published By: Khabar India Online | Published On:

এই মাছগুলি এবার পাতে থাকবে না, ইলিশ, পাবদা, পারশে, ভেটকি, ট্যাংড়া ও পমফ্রেট, কি হয়েছে?

বর্ষাকাল এলেই বাঙালির পাতে ইলিশ মাছ থাকে। ইলিশ প্রেমীদের জন্য বর্ষা মানেই যেন ইলিশের গন্ধ নাকে আসে। তবে, শুধু ইলিশ নয়, বাঙালির পছন্দের তালিকায় থাকে কাতলা মাছ, মাংস, আর অন্যান্য নানা ধরনের মাছও।

ইলিশপ্রেমীদের জন্য দুঃসংবাদ! বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য প্রায় বন্ধ। যার ফলে বাজারে মাছের আমদানি কমে গেছে। সাধারণত এই সময় পদ্মার ইলিশ প্রচুর পরিমাণে বাজারে আসে। কিন্তু এবার মাছ ব্যবসায়ীরা তেমন আশার আলো দেখছেন না। বেনাপোল, পেট্রাপোল সীমান্তে ইলিশসহ নানা মাছ বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে, কিন্তু কবে এই অচলাবস্থা কাটবে তা নিয়ে সংশয় রয়েই গেছে।

আরও পড়ুন -  Cyclone News: ঘূর্ণিঝড় কি বাংলায় আসবে? কি বলছে মৌসম ভবন

ইলিশ নিয়ে বিপত্তি, পদ্মার ইলিশের স্বাদ ও গন্ধের বিশেষত্ব সম্পর্কে সকলেই জানেন। কিন্তু এবারের বর্ষায় হাওড়া সহ বাংলার বাজারগুলোতে পদ্মার ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। চাহিদা আছে, কিন্তু যোগান নেই।

আরও পড়ুন -  Arunita Kanjilal: রাখি উৎসব উপলক্ষ্যে ১০ মাস পর ঘরের মেয়ে ঘরে ফিরল, আনন্দে উচ্ছ্বসিত অরুণিতা

প্রতিদিন বাংলাদেশ থেকে ৮ থেকে ১০টি ট্রাকে প্রায় ৮০০ মেট্রিক টন পাবদা, পারশে, ভেটকি, ট্যাংড়া, পমফ্রেট এবং অন্যান্য মাছ আমদানি হয়। ভারত থেকে প্রায় ১০০ মেট্রিক টন বোয়াল, রুই, কাতলা, ভেটকি, কাজরি এবং অন্যান্য মাছ বাংলাদেশে রফতানি হয়।

আরও পড়ুন -  Actress Rimi Sen: প্রতারণার শিকার অভিনেত্রী রিমি সেন, ৪ কোটি ১৪ লাখ টাকা খুইয়েছেন!

তবে বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা তেমন কোনও আশার আলো দেখছেন না। ফলে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হতে পারে।

এ পরিস্থিতি কবে কাটবে তা অনিশ্চিত, আর ততদিন ইলিশপ্রেমীরা অপেক্ষায়ই থাকবেন তাদের প্রিয় মাছের জন্য।