Rubel Das: রুবেল খালি গায়ের ছবি দিতেই শ্বেতা লজ্জা পেলেন!

Published By: Khabar India Online | Published On:

Rubel Das: রুবেল খালি গায়ের ছবি দিতেই শ্বেতা লজ্জা পেলেন!

বাংলা টেলিভিশন সিরিয়াল: এক ঝলক।

বাংলা টেলিভিশন সিরিয়াল দীর্ঘদিন ধরে বাঙালিদের বিনোদনের অন্যতম প্রধান

বিভিন্ন ধরনের সিরিয়াল:

বাংলা টেলিভিশনে বিভিন্ন ধরণের সিরিয়াল দেখা যায়। পারিবারিক, রোমান্টিক,
থ্রিলার, ঐতিহাসিক, কমেডি, সামাজিক – সব ধরণের গল্পই সিরিয়ালে ফুটে
ওঠে।

সিরিয়ালের প্রভাব:

বাংলা টেলিভিশন সিরিয়াল শুধু বিনোদনই প্রদান করে না, বরং
সামাজিক বার্তাও দেয়। অনেক সিরিয়াল নারীর ক্ষমতায়ন,
শিশুশিক্ষা, সমাজের কুসংস্কার ইত্যাদি
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

টেলিভিশন মানে ছোট পর্দার দুনিয়ার দারুন এক মিষ্টি জুটি শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) ও রুবেল দাস (Rubel Das) এটা সিরিয়াল দর্শকরা জানেন। এবার অনস্ক্রিন থেকে বেরিয়ে অফস্ক্রিনেও পরস্পরের প্রেমে পড়েছেন এই দুজনে।

আরও পড়ুন -  ‘ রোডিজ ’ খ্যাত রণবিজয় সিং সন্তানের বাবা হলেন, পুত্রসন্তানের আঙুলের ছবি শেয়ার করেছেন

এই সিরিয়ালের সেটেই দুজনের প্রথমে বন্ধুত্ব তারপর সেখান থেকে প্রেম। ‘যমুনা ঢাকি’ যে প্রেমের সূত্রপাত হয়েছিল, তা প্রকাশ পায় গত বছরের প্রথমে। সোশ্যাল মিডিয়ায় এখন দুজনের যুগল ছবিতে ভর্তি রয়েছে। একই চ্যানেলে ভিন্ন ভিন্ন সিরিয়ালে অভিনয় করলেও কাজের বাইরে দিব্যি চুটিয়ে প্রেম করছেন।

‘যমুনা ঢাকি’র পর আর একসাথে কোনো সিরিয়ালে দেখা যায়নি এই দুজনকে অর্থাৎ শ্বেতা ও রুবেলকে। তা বলে তাঁদের সম্পর্কে কোনো ছাপ পড়েনি। সোশ্যাল মিডিয়ায় দিব্যি সবার সামনেই আদুরে প্রেমে মজে রয়েছেন তাঁরা। সম্প্রতি রুবেলের শেয়ার করা একটি ছবি নিয়েও ঘটল একটা ঘটনা।

আরও পড়ুন -  Sweta Bhattacharya: শ্বেতা ভট্টাচার্য জড়িয়ে গেলেন ত্রিকোণ প্রেমে!

সম্প্রতি একটি শার্টলেস ছবি শেয়ার করেছিলেন রুবেল। এই প্রচণ্ড গরমে খালি গায়েই একটি সেলফি তুলে শেয়ার করেন। তাঁর গলায় সোনার চেন, পেশিবহুল চেহারা দেখে মহিলা ভক্তদের হৃদয় নেচে উঠেছে। ব্যতিক্রম হয়নি প্রেমিকা শ্বেতাও। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘লাভ’, সাথে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। দুজনের এই দুষ্টু মিষ্টি প্রেম দেখে মন ভরে গিয়েছে নেটভক্তদের।

আগে এক সাক্ষাৎকারে শ্বেতা বলেছিলেন, রুবেল নাকি খুব শিশুসুলভ। তাই আদর করে বেটা বলে ডাকতেন। কিন্তু ভালোলাগাটা যে প্রথম থেকেই ছিল তা অস্বীকার করেননি শ্বেতা। তিনি বলেন, তথাকথিত প্রেমের প্রস্তাব দিয়ে তাঁদের সম্পর্ক শুরু হয়নি। রুবেলকে যে তাঁর ভালো লাগে সেটা বুঝতেন শ্বেতা। ধীরে ধীরে কখন যে প্রেমে পরে গিয়েছিলেন তিন সেটা নিজেও বুঝতে পারেননি।

আরও পড়ুন -  Sonamoni Saha: বিরতির পর বড় সুখবর, বিয়ে নিয়ে কি জানালেন সোনামণি?

শ্বেতা নিজেও জানিয়েছেন, চলতি বছরে নয়, ২০২৫ এ বিয়ে করতে চলেছেন তাঁরা। এই মুহূর্তে রুবেলকে দেখা যাচ্ছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে। অপরদিকে শ্বেতাও সম্প্রতি ফিরেছেন সিরিয়ালে। জি বাংলাতেই নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’তে দেখা যাচ্ছে।

উপসংহার:

বাংলা টেলিভিশন সিরিয়াল বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
দর্শকদের বিনোদন ও শিক্ষার পাশাপাশি
সামাজিক বার্তা দেওয়ার ক্ষেত্রেও
এই সিরিয়ালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)

ট্যাগঃ

সম্পর্ক, রুবেল দাস, স্বেতা ভট্টাচার্য, টেলিভিশন সিরিয়াল, ভাইরাল ছবি