Sonamoni Saha: পিছলে যাচ্ছে রোদ শরীর থেকে, শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজে গ্রীষ্মের তাপ উপভোগ করছেন সোনামণি

Published By: Khabar India Online | Published On:

Sonamoni Saha: পিছলে যাচ্ছে রোদ শরীর থেকে, শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজে গ্রীষ্মের তাপ উপভোগ করছেন সোনামণি। 

বাংলা টেলিভিশন সিরিয়াল: এক ঝলক।

বাংলা টেলিভিশন সিরিয়াল দীর্ঘদিন ধরে বাঙালিদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম।

বিভিন্ন ধরনের সিরিয়াল:

বাংলা টেলিভিশনে বিভিন্ন ধরণের সিরিয়াল দেখা যায়। পারিবারিক, রোমান্টিক,
থ্রিলার, ঐতিহাসিক, কমেডি, সামাজিক – সব ধরণের গল্পই সিরিয়ালে ফুটে
ওঠে।

সিরিয়ালের প্রভাব:

বাংলা টেলিভিশন সিরিয়াল শুধু বিনোদনই প্রদান করে না, বরং
সামাজিক বার্তাও দেয়। অনেক সিরিয়াল নারীর ক্ষমতায়ন,
শিশুশিক্ষা, সমাজের কুসংস্কার ইত্যাদি
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

এই প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন সকলে। দিনের আলো গায়ে পড়লে সবাই ছটফট করছেন গরমে। সেই সময়ে সকলে একটু ছায়া খোঁজে আরামের জন্য। দিনের বেলা রোদের তাপ এতটাই বেশি, বাড়ির বাইরে বেরোনোটা খুব বড় চ্যালেঞ্জ এখন কার এই সময়ে।

আরও পড়ুন -  সাত পাকে বাঁধা পড়লেন অনিল কাপুরের কন্যা রিয়া, রাজকীয় বিয়ে

কিন্তু এদিকে অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha) ব্যতিক্রম। অন্যরা যখন প্রচণ্ড তাপপ্রবাহে অস্থির হচ্ছেন, সেই সময়ে সেখানে সোনামণি দিব্যি শরীরে রোদ মাখছেন ফটোশুট এর জন্য। ভাবা যায়! এই সব কাণ্ড কারখানা দেখে অবাক নেটিদর্শকরা।

সোনামণিকে কেউ চেনেন ‘দেবী চৌধুরাণী’ ‘র জন্য। কারোর কাছে তিনি আবার ‘মোহর’। ছোটপর্দায় পরপর হিট দিয়েছেন সোনামণি। প্রথম সিরিয়ালেই নজর কেড়ে নিয়েছেন। দ্বিতীয় ধারাবাহিক ছাপিয়ে গিয়েছিল প্রথম টিকেও। মোহর হয়ে গোটা বাংলার দর্শকদের ঘরের মেয়ে হয়েছিলেন। আবার তিন নম্বর সিরিয়ালেই কেটে যায় সেই ধারাবাহিকের তাল। দুজন নায়ককে এনেও ‘এক্কা দোক্কা’ খেলা করতে পারেননি সোনামণি। মাঝপথে সেই সিরিয়াল শেষ হওয়ার পর থেকেই প্রায় বলতে গেলে বে পাত্তা এই অভিনেত্রী।

আরও পড়ুন -  Ship Fire: নেদারল্যান্ডসের উপকূলে জাহাজ পুড়ছে ৩ হাজার গাড়ি সহ, নিহত ১

কিন্তু সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তাঁর কিছু ছবি নিয়ে চর্চা শুরু হলো নেটদুনিয়ায়। হলুদ শাড়ির সাথে গোলাপি প্রিন্টেড স্লিভলেস ব্লাউজ পরেছেন তিনি। রেখেছেন খোলা চুল। শরীরে পিছলে যাচ্ছে রোদ। ক্যাপশনে সোনামণি লিখেছেন, ‘তপ্ত এ রোদের বেলায়’। নেটিজেনরাও প্রশংসায় বন্যা করে দিয়েছেন।

দীর্ঘদিন ধরে টেলিভিশন থেকে দূরে আছেন তিনি। মাঝে মহালয়ার সময়ে একটি বিশেষ ফটোশুট দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও ছোটপর্দার দর্শকরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছে না সোনামণিকে।

তা হলে তিনি আর কি ফিরবেন না টেলিভিশন দুনিয়ায়?

এক সাক্ষাৎকারে সোনামণি জানিয়েছিলেন, তাঁর নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। এ বিষয়ে কথাবার্তা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কিছু নেননি ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লোরে ফেরার কথা জানিয়েছিলেন সোনামণি। আপাতত অবসর সময় কাটাচ্ছেন। চুটিয়ে বই পড়ছেন।

আরও পড়ুন -  Taiwan Strait: তাইওয়ান প্রণালীতে চীনের মহড়া, আক্রমণের প্রস্তুতি নিতেই

সাথে ছবি আঁকাও তাঁর খুব পছন্দের বিষয়। সেটাও শুরু করেছেন আবার। এই সাক্ষাৎকারে বিয়ে নিয়েও মুখ খুলেছিলেন সোনামণি। তিনি স্পষ্টই জানান, বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই তাঁর নেই এখন। যদি করেন জানিয়েই করবেন।

উপসংহার:

বাংলা টেলিভিশন সিরিয়াল বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
দর্শকদের বিনোদন ও শিক্ষার পাশাপাশি
সামাজিক বার্তা দেওয়ার ক্ষেত্রেও
এই সিরিয়ালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ট্যাগঃ
সোনামনি সাহা, টেলিভিশন অভিনেত্রী, ভাইরাল ছবি