Web Series: বিপদে পড়ল যুবক বিছানায় ঘনিষ্ঠ হবার সময়ে, একা দেখবেন এই সিরিজটি

Published By: Khabar India Online | Published On:

Web Series টি ১৮+উদ্ধের জন্য। সিনেমা এবং সিরিয়ালের দর্শক রয়েছে বহু, সেই রকম ওয়েব সিরিজের (Web Series) দর্শক আরও বেশি তার কারণ ভিউ দেখলে জানতে পারবেন।

এই ডিজিটাল বিনোদনের জনপ্রিয় মাধ্যমের প্রসঙ্গ যদি ওঠে।তা নিঃসন্দেহে এই সব ওয়েব সিরিজ। একই ছাদের তলায় হরেক কিসিমের বিনোদনের জন্য ওয়েব সিরিজের থেকে ভালো কিছু হতে পারে না।সেই জন্য জনপ্রিয়তাও বাড়ছে ওয়েব সিরিজের। লঞ্চ হয়ে চলেছে একের পর এক প্ল্যাটফর্ম।

আরও পড়ুন -  স্ত্রীকে আরও কাছে পাবার জন্য তান্ত্রিকের সাহায্য নিতে হলো, গভীর রাতে অন্ধকারে দেখবেন এই Web Series

নানান ভাষার সিনেমা থেকে শুরু করে হরেক কিসিমের ওয়েব সিরিজ এবং টেলিভিশন শো সব কিছুই উপলব্ধ আছে। সাবস্ক্রিপশনের অঙ্কটা যথেষ্ট কম থাকায়, বেশিরভাগ মানুষই বাড়িতে বসে বিনোদন দেখে নিচ্ছেন।

ডিজিটাল প্ল্যাটফর্মগুলির রমরমা বাড়ছে এই সবের জন্য। ওয়েব সিরিজের মধ্যে অ্যাডাল্ট কনটেন্টের খোঁজ করলে এর জন্য রয়েছে কিছু ভিন্ন প্ল্যাটফর্ম। একদিকে যেমন নতুন নতুন প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে, তেমনি আবার দর্শকদের একাংশের গোপন চাহিদা বুঝে বোল্ড ওয়েব সিরিজেরও আমদানি ঘটিয়েছে কিছু প্ল্যাটফর্মে।
এখানে ঘনিষ্ঠ দৃশ্য ও শয্যাদৃশ্যে ভর্তি এই সব ওয়েব সিরিজগুলি শুধুমাত্র ১৮+ বয়সের দর্শকদের জন্য তৈরি করা হয়েছে।

আরও পড়ুন -  পরপুরুষের দিকে লোভ বিছানায় সুখ না পেয়ে, আগে ‘প্রাইভেসি’ খুঁজে, তারপর এই সিরিজ দেখুন

অ্যাডাল্ট কনটেন্ট দেখার জন্য এখনকার দর্শকদের অন্যতম পছন্দের মাধ্যম হচ্ছে OTT প্ল্যাটফর্ম (OTT Platform)। ১৮+ ওয়েব সিরিজ যার অন্য নাম ‘এরোটিকা’।

সিনেমা ও সিরিয়াল আগের থেকে অনেকটা বেশি সাবালক হয়েছে কিন্তু ওয়েব সিরিজের সামনে আসতে পারবে না।একাধিক প্ল্যাটফর্মের মাঝে শুধুমাত্র বোল্ড ওয়েব সিরিজ দেখার জন্যই রয়েছে সংশ্লিষ্ট কিছু প্ল্যাটফর্ম। নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে সাবস্ক্রিপশন করলেই দর্শকরা দেখে নিচ্ছেন এই সব সিরিজগুলি।

আরও পড়ুন -  ৩২০ কোটি টাকার মোট ২৮টি খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের অনুমোদন

সম্প্রতি বুল অরিজিনালস প্ল্যাটফর্মে ‘ছাতরি’ নামের একটি সিরিজ লঞ্চ করেছে। এখানে গল্প অনুযায়ী, এক সেলসম্যান জিনিস বিক্রি করার আগে নিজে ব্যবহার করেন। এই রকম করতে গিয়ে একদিন বিপদে পড়লেন। কয়েক দিন আগে লঞ্চ হওয়া টিজারটিতে তার মধ্যেই ১৫ হাজার ভিউজ পেয়ে গেছে।