36 C
Kolkata
Thursday, May 16, 2024

Income Tax Notice: যদি আপনার অ্যাকাউন্টে এত টাকা থাকে, ইনকাম ট্যাক্স নোটিশ পাঠাবে

নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতেই হবে আয়কর দপ্তরের নোটিশ থেকে বাঁচতে হলে।

Must Read

একটা ব্যাংক একাউন্ট রয়েছে এখনকার দিনে প্রত্যেক মানুষের কাছে। কিন্তু চাকরিজীবী অথবা ব্যবসায়ীরা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন। আপনার সেভিংস অ্যাকাউন্টে নিজের ইচ্ছামত টাকা জমা করতে পারেন। কিন্তু, নির্দিষ্ট লিমিট রয়েছে টাকা জমা করার।

আপনি জানেন কি? একাউন্টে কত টাকা জমা রাখতে হবে যাতে করের আওতায় না আসে? সরকার ব্যাংক কর্পোরেট পোস্টঅফিস ও এনবিএফসির জন্য কালো টাকা নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট নিয়ম বাধ্যতামূলক করেছে। একাউন্টে লেনদেনের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আপনার কাছে আয়কর দপ্তরের নোটিশ আসতে পারে।

আরও পড়ুন -  Income Tax Department: দিল্লিতে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান

জেনে রাখা দরকার ঠিক কতটা টাকা রাখতে পারবেন বা কত টাকা আপনি খরচা করতে পারবেন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে।

নিয়মিত জমা বা উত্তোলনের সীমা এই মুহূর্তে রয়েছে দশ লাখ টাকা বা তার কিছুটা বেশি। একই সময়ে যদি আর্থিক বছরে ব্যাংক একাউন্টে ১০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেন করা হয় তাহলে কর্তৃপক্ষকে কিন্তু জানিয়ে রাখতে হবে।

আরও পড়ুন -  Niagara Falls: নায়াগ্রা জলপ্রপাত, সাইক্লোন বোমায় জমে গেছে

কারো সেভিংস অ্যাকাউন্টে এর থেকে বেশি লেনদেন হয়ে যায় তাহলে কিন্তু তাকে সতর্ক হতে হবে।

হোস্ট বুক লিমিটেডের প্রতিষ্ঠাতা কপিল রানা বলছেন, আয়কর আইন অনুযায়ী বর্তমানে একাউন্টে জমা করা টাকার সীমা কিন্তু ৫০ লক্ষ টাকার বেশি। এক বছরে যদি আপনার লেনদেনের পরিমাণ ১০ লক্ষ টাকার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাছে নোটিশ আসতে পারে আয়কর দপ্তর থেকে।

আরও পড়ুন -  কোভিড-১৯ মহামারীর সময় আয়কর বিভাগ ২০ লক্ষের বেশি করদাতাকে ৬২,৩৬১ কোটি টাকা রিফান্ড হিসেবে মিটিয়েছে

Latest News

হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন

হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন ( Kakima's secret needs are met by...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img