Bhojpuri: আম্রপালি নিজের সৌন্দর্যের উপর নিয়ন্ত্রণ করতে পারলেন না, সারারাত রোমান্সে মেতেছেন

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে নেট দর্শকদের। বলিউডের সাথে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। এখন উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। নানান ভোজপুরি সিনেমার গানের ভিডিও অথবা ডায়লগ প্রায় সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান অথবা ভিডিও। যারা ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম আগেই শুনে নিয়েছেন।
যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন, অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই মনে গেঁথে গেছে।

আরও পড়ুন -  Sukanya Samriddhi Yojana: মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত, ২১ বছরে লাখপতি হওয়ার সুযোগ!

ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। এই অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটদর্শক। এই অভিনেত্রীর মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল।

আরও পড়ুন -  মাত্র ২১০ টাকার প্রিমিয়ামে মাসে ৫,০০০ টাকা পেনশন, আপনার বৃদ্ধ বয়সের সুরক্ষা

অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন অথবা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ শক্তপোক্ত।

ভোজপুরী ফ্যানেদেরও এই জুটির মজবুত কেমিস্ট্রি ব্যাপক পছন্দ করেন। এনারা প্রায় ৭০ টি সিনেমাতে একসাথে কাজ করেছেন।

আরও পড়ুন -  Viral Video: প্রেমে হাবুডুবু খেসারি লাল যাদব প্রিয়াঙ্কা সিংয়ের সাথে এই ভাবে, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে আম্রপালি এবং নিরহুয়ার একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল। এই মিউজিক ভিডিওতে রয়েছেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসাও। গানের নাম, ‘মাথা ফেল হো গেল‘। এখানে এই ভিডিওতে নিরাহুয়া দুই সুন্দরীর সাথে ব্যাপক রোম্যান্সে মেতেছেন।

গানের শেষে দেখা যাবে দীনেশ লাল যাদব বিভ্রান্ত হয়ে পরেছেন যে তিনি কার সাথে রোম্যান্স করবেন।