আবারও দেখা হচ্ছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর

Published By: Khabar India Online | Published On:

২১ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় দু’মাস বিরতির পর মাঠে ফিরবেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। এই মাসের শেষ দিকে সৌদি আরব যাচ্ছেন মেসি। রিয়াদে ইন্টার মিয়ামি, আল নাসর ও আল হিলালকে নিয়ে শুরু হচ্ছে রিয়াদ সিজন কাপ।

আবারও দেখা হচ্ছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর।

২৯ জানুয়ারি আল হিলালের বিপক্ষে খেলবে মেসির ইন্টার মায়ামি। দু’দিন বিরতির পর ফেব্রুয়ারির প্রথম দিনে রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে।

আরও পড়ুন -  Cristiano Ronaldo: ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালে ফিরছেন !

আলোচনা থাকতে পারতো মায়ামি-আল হিলাল ম্যাচও। আল নাসর যেমন মেসির তুমুল প্রতিদ্বন্দ্বী রোনালদোর দল, আল হিলাল তেমনি আর্জেন্টাইন অধিনায়কের ভালো বন্ধু নেইমারের দল। কিন্তু চোটের কারণে নেইমার মাঠের বাইরে আছেন।

আরও পড়ুন -  Salman Khan: মমতার দৌলতে সলমনের সাথে পরিচয় শ্রাবন্তী-কৌশানিদের...

গত বছরের জানুয়ারিতেও সৌদি আরবে গিয়েছিলেন মেসি। তখন তিনি ছিলেন পিএসজিতে। রিয়াদে সৌদি ক্লাবগুলোর খেলোয়াড়দের নিয়ে গড়া অল স্টারসের বিপক্ষে পিএসজি জিতেছিল ৫-৪ গোলে। সেদিনই সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন মেসি ও রোনালদো। সেই ম্যাচে পিএসজির হয়ে মেসির সঙ্গে খেলেছিলেন নেইমারও।
সৌদি ক্লাবের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন লিওনেল মেসিসৌদি ক্লাবের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন লিওনেল মেসি।

আরও পড়ুন -  Lione Messi: পিএসজি ছেড়ে কোথাও যাচ্ছেন না মেসি

১৩টি ব্যালন ডি’অর ভাগাভাগি করে নেওয়া মেসি এবং রোনালদো এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলেছেন ৩৫ ম্যাচ।মুখোমুখি দেখায় মেসি জিতেছেন ১৬ ম্যাচ আর রোনালদো ১০টি। মেসির গোল ২১টি, সহায়তা আছে আরও ১২ গোলে। এদিকে রোনালদোর গোল ২০টি, গোলে সহায়তা ১টি।

ছবিঃ সংগৃহীত।