29 C
Kolkata
Tuesday, May 14, 2024

এই ৫টি শ্রেণীতে পড়েন, দিতে হবেনা কোনো টোল ট্যাক্স, জেনে নিন

আপনাকে টোল ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই ৫টি শ্রেণীতে আপনি থাকলে।

Must Read

এই ৫টি শ্রেণীতে পড়েন, দিতে হবেনা কোনো টোল ট্যাক্স, জেনে নিন।

সম্প্রতি টোল প্লাজাগুলিতে ট্র্যাফিক মসৃণ করার জন্য একটা বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)।

এর কারণ অনেক টোল প্লাজায় এখনও গাড়ি নিয়ে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়। কিছু গাড়িচালক মনে করেন তারা বিনামূল্যে পাস করার অধিকারী। এই ধরনের গাড়িচালকদের প্রায়ই সেই স্বাধীনতা আশা করার অনেক কারণ আছে।

আরও পড়ুন -  ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’

NHAI নির্দেশিকাগুলির অধীনে শুধুমাত্র ৫টি শ্রেণীর যানবাহন আছে সে গুলি টোল প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কোন কোন শ্রেণীর গাড়ি এই তালিকায় রয়েছে।
১. জরুরী সেবা।
২. প্রতিরক্ষা সেবা।
৩. ভিআইপি গাড়ি।
৪. গণপরিবহন।
৫. দুই চাকার গাড়ি।

আরও পড়ুন -  Somalia: প্রায় আড়াই লাখ মানুষ বন্যায় বাস্তুচ্যুত, সোমালিয়ায়

NHAI নির্দেশিকা অনুসারে, জরুরি যানবাহন বলতে যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড ও পুলিশের যানবাহনগুলিকে টোল পরিশোধ থেকে ছাড় দেওয়া হয়েছে।

সেনাবাহিনী এবং নৌবাহিনী বা বিমান বাহিনীর অধীনে পরিষেবাতে থাকা প্রতিরক্ষা যানবাহনগুলিকেও ছাড় দেওয়া হয়েছে টোল ট্যাক্সের নিয়ম থেকে। রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে বিদেশী গণ্যমান্য ব্যক্তিদের বহনকারী ভিআইপি যানবাহনকেও তালিকা থেকে ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Road Accident: কুলটিতে পথদুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরবাইক আরোহী

রাজ্য সরকার দ্বারা চালিত পাবলিক ট্রান্সপোর্ট যানবাহন ও টু-হুইলারগুলিকেও টোল প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু বেসামরিক গাড়িগুলিকে টোল ট্যাক্স প্রদান থেকে ছাড় নেই।

Latest News

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি।  ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img