২০১৪ এর আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে সল্টলেকের রাজপথে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   ২০১৪ এর আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে সল্টলেক রাজপথে। গত বুধবার থেকে সল্টলেকের করুণাময়ী সংলগ্ন সৌরভ গাঙ্গুলী অ্যাকাডেমীর সামনের ফুটপাতে বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন -  নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ

২০১৪’র আপার প্রাইমারি চাকরিপ্রার্থী নিয়োগের দাবিতে ধর্মতলায় প্রায় ৫২৮ দিনে পড়লো আন্দোলন। পরবর্তী সময়ে তারা বিকাশ ভবনের কাছে আন্দোলন করতে চাইলে অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়।

আরও পড়ুন -  দুর্গা পূজা প্যান্ডেল পরিদর্শন করছেন, রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস

এরপরই আদালতের নির্দেশে ৭২ ঘন্টার অনুমতি পেয়ে সল্টলেক করুণাময়ী সংলগ্ন সৌরভ গাঙ্গুলী অ্যাকাডেমির সামনে ফুটপাতে অবস্থান-বিক্ষোভ বসে চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যদি শিক্ষা দপ্তরের কোন প্রতিনিধি তাদের সঙ্গে কথা না বলে রাস্তায় আমরণ অনশন করবেন বলে হুঁশিয়ারি।

আরও পড়ুন -  Mekhla Dasgupta: ২০২০ সাল থেকেই টলিগঞ্জে লেগে গিয়েছে বসন্তের ছোঁয়া, এবার গায়িকা মেখলা