28 C
Kolkata
Wednesday, May 8, 2024

শিলিগুড়িতে নৈহাটি বড়মার আদলে প্রতিমা, পুজো মন্ডপ উদ্বোধন করলেন মেয়র

Must Read

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   শিলিগুড়িতে নৈহাটি বড়মার আদলে প্রতিমা, পুজো মন্ডপ উদ্বোধন করলেন মেয়র।

শিলিগুড়িতে নৈহাটির বড়মা পূজোর উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এবারে শহর শিলিগুড়িতে যতগুলি কালীপুজো হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নিউ পালপাড়া মহামায়া ক্লাবের পুজো। কারণ এবারে তাদের পুজোর মূল আকর্ষণ প্রতিমা, নৈহাটির বড়মার আদলে তৈরি হয়েছে প্রতিমা। সংশ্লিষ্ট এলাকাতে ই প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। প্রতিমার উচ্চতা অন্তত ২৫ থেকে ২৬ ফুট। উল্লেখ্য এদিন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব এই পুজো মন্ডপের উদ্বোধন করেন। এদিন সন্ধ্যায় পুজো মন্ডপের উদ্বোধন হয়। সংশ্লিষ্ট ক্লাবের এক সদস্য এবারে তাদের প্রতিমা সম্পর্কে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার যুগ, নৈহাটির বড়মাকে দেখে তাদের এই সিদ্ধান্ত। ক্লাব সদস্যরা আশাবাদী এবারে তাদের পূজা মন্ডপের দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যাবে।

আরও পড়ুন -  Humanity: দন্ত চিকিৎসকের মানবতার নজির, বিনামূল্যে রোগী দেখার কাজ করে চলেছেন

Latest News

Muskan Baby: ব্রেক ডান্স করে দেখালেন মুসকান বেবি সাদা কুর্তিতে, ভিডিও ইন্টারনেটে ভাইরাল

Muskan Baby:ব্রেক ডান্স করে দেখালেন মুসকান বেবি সাদা কুর্তিতে, ভিডিও ইন্টারনেটে ভাইরাল।  হরিয়ানভি নাচ: হরিয়ানা, ভারতের উত্তরের একটি রাজ্য, তার সমৃদ্ধ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img