30 C
Kolkata
Sunday, May 5, 2024

ক্ষমা করে দেয়ার দিন প্রাক্তনকে আজকে

Must Read

ক্ষমা করে দেয়ার দিন প্রাক্তনকে আজকে।

প্রাক্তনকে ক্ষমা করে দেয়ার দিন আজ ১৭ অক্টোবর। ২০১৮ সালে এর যাত্রা শুরু হয় বিচিত্র দিবসটির। সকলের জীবনেই প্রেম আসে। আবার প্রেম করে সবাই সফল হয় না। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সংখ্যাই বেশির দিকে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তনের প্রতি অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ আর প্রবল ঘৃণা। বুকের ওপর অনড় পাথর চাপিয়ে রাখা।

আরও পড়ুন -  ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সে কেন্দ্রীয় পুল থেকে কোভিড যোদ্ধাদের সন্তানদের বাছাই করার অনুমতি দিল স্বাস্থ্য মন্ত্রক

এর চেয়ে বরং প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কি রকম হয়? এই রকম অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ দ্বিতীয়টি নেই। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রেখে কি লাভ? এর চেয়ে ক্ষমা করে দিয়ে নিজের জীবনে সুখি হওয়াই সব চেয়ে উত্তম। প্রাক্তনকে ক্ষমা করে দেয়ার এই দিবসে আরেকবার মনে করুন। যা মনে রয়েছে অভিযোগ, ক্ষোভ অথবা ঘৃণা সব কিছু ভুলে গিয়ে বলে দিতে পারেন, তোমাকে মাফ করে দিলাম। অতীত ভুলে সামনে দিকে যাওয়ার পথে দিনটি এক শুভবার্তা। প্রাক্তনকে জানাতে পারেন, তোমাকে ক্ষমা করে দিলাম।

আরও পড়ুন -  নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ

ছবিঃ সংগৃহীত।

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img