দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ

Published By: Khabar India Online | Published On:

দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ।

বাবা হলেন টলিউড তারকা জিৎ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের। সোমবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। সামাজিক মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। সুখবর দিয়ে জিৎ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী আগামীকাল ইকোসক – এর উচ্চস্তরীয় সভায় ভাষণ দেবেন

এমন সুখবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা। এ ছাড়া অভিনেতার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী মোহনা রতলানির বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছিলেন জিৎ। তখন মেয়ে নবন্যাকে নিয়ে একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া ছবি প্রকাশ করে বাবা হওয়ার খবর দিয়েছিলেন।

আরও পড়ুন -  Puja Banerjee: কালো বিকিনি, খোলা পিঠে বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি
দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ। ছবি: সংগৃহীত

ফেসবুকে পোস্ট করা সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘আপনাদের সবার সঙ্গে এই সুখবরটা ভাগ করে নিতে পারে অত্যন্ত আনন্দ হচ্ছে যে আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে খুব শিগগিরই। আমাদের জন্য প্রার্থনা করবেন’।২০১১ সালে পরিবারিকভাবে পেশায় শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে তার বিয়ে। ২০১২ সালে তাদের কোলজুড়ে আসে মেয়ে নভন্যা। এবার দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন অভিনেতা জিৎ।

আরও পড়ুন -  Alia Bhatt: কতদিন বাকি আলিয়ার কোলে সন্তান আসতে, ফাঁস হলো দিন

ছবিঃ সংগৃহীত।