36 C
Kolkata
Thursday, May 16, 2024

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর রাইপুরর ব্লক

Must Read

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর রাইপুরর ব্লক শাখার উদ্যোগে প্রতিবন্ধীদের প্রতি মাসে পাঁচ কেজি চাল এককেজি ডাল সহ ১৬দফা দাবিতে রা ইপুর বিডিও কে ডেপুটেশন দেওয়া হল। ডেপুটেশনে হাজির হলো প্রায় পাঁচ শতাধিক প্রতিবন্ধী ও তার পরিবার। রাইপুর থানা গোড়া বাসস্ট্যান্ডে এক সভামঞ্চে প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন বাঁকুড়া জেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি বাদল রুইদাস, রাইপুর ব্লক প্রতিবন্ধী সমিতির সভাপতি মতিলাল কিস্কু, বাঁকুড়া জেলা প্রতিবন্ধী সমিতির সম্পাদক প্রানেশ চ্যটার্জী সহ বিশিষ্টজনেরা। পরে পাঁচ জনের একটি কমিটি রাইপুর বিডিও নিকট তাদের দাবি পেশ করেন। বিডিও রঞ্জন সর্দার তাদের দাবিগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করেন যেগুলো তার দপ্তর থেকে সমাধান করা সম্ভব সেগুলো সমাধানের আশ্বাস দিয়ে বাকি দাবিগুলো সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। সংবাদমাধ্যমে এ কথা তুলে ধরেন রাইপুর ব্লক প্রতিবন্ধী সম্মিলনীর সভাপতি ও জেলা সম্পাদক প্রানেশ চ্যাটার্জী । এখানে উল্লেখ্য রাইপুর ব্লকের রাইপুর ইউকো ব্যাংকের শাখায় যে সমস্ত প্রতিবন্ধীদের ভাতা পাওয়া যেত তারা দীর্ঘ সময় ধরে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছে বিডিও রঞ্জন সর্দার বলেন খুব শীঘ্রই এগুলো সমাধান করা হবে এবং তারা তাদের প্রাপ্য ভাতা পেয়ে যাবেন।

আরও পড়ুন -  শ্রী নীতিন গড়করি হরিয়ানায় ২০ হাজার কোটি টাকা মূল্যের নতুন অর্থনৈতিক করিডরের একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন

Latest News

অঞ্জনা সিংয়ের হট স্টাইল ক্যামেরার কাছে, এই ভিডিও দেখে পাগল হলেন তার ভক্তরা

অঞ্জনা সিংয়ের হট স্টাইল ক্যামেরার কাছে, এই ভিডিও দেখে পাগল হলেন তার ভক্তরা।  এখন ভোজপুরি সিনেমার নায়িকারা দারুন জনপ্রিয়তা পাচ্ছেন...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img