ঝঞ্ঝাট থেকে এক ক্লিকে মুক্তি, যুক্ত হচ্ছে এই ফিচার ফোনেও

Published By: Khabar India Online | Published On:

আর চিন্তা করতে হবে না GMail এ আসা স্প্যাম মেসেজ নিয়ে। অ্যান্ড্রয়েডে জিমেইলে নতুন ফিচার আনতে চলেছে গুগল। শিগগিরই জিমেইলে ‘সিলেক্ট অল’ অপশন দিতে চলেছে গুগল। এই নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা একবারে পুরো ইনবক্স মেসেজ ডিলিট করতে পারবে।

ইতিমধ্যে ওয়েব অ্যাপে উপস্থিত রয়েছে। এই নতুন ফিচারের সাহায্যে আপনি অপ্রয়োজনীয় স্প্যাম জিমেইল মুছে ফেলতে পারবেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ব্যবহারকারীরা এই ফিচার দেখতে পাবেন।

আরও পড়ুন -  নতুন গুগল পিক্সেল ওয়াচ ২ ভারতে লঞ্চ হল, সব কিছু জেনে নিন

আপনি এই বৈশিষ্ট্যটি নিজের ফোনে যুক্ত করতে চান, গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করুন। একবার অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গেলে, একটি নতুন ফিচার পাবেন।

ব্যবহারকারীরা একবারে একাধিক ইমেল মুছতে পারলেও এটি ৫০ টি ইমেলের মধ্যে সীমাবদ্ধ। আপনি আপনার জিমেইল থেকে একবারে মাত্র ৫০ টি ইমেইল ডিলিট করার সুযোগ পাবেন।

আরও পড়ুন -  বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা প্রচারে

যদি পুরো জিমেইল পরিষ্কার করতে চান তবে আবার একই প্রক্রিয়ার মাধ্যমে করতে পারবেন।

জিমেইলে ‘সিলেক্ট অল’ ফিচারটি ব্যবহার করার নিয়মঃ

1) অ্যান্ড্রয়েড ফোনযুক্ত ব্যবহারকারীরা সহজেই ইনবক্সে অপ্রয়োজনীয় ইমেলগুলি মুছে ফেলতে পারবেন।
2) সর্ব প্রথমে আপনার জিমেইল একবার আপডেট করুন, তারপর আপনার অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল অ্যাপটি খুলুন।
3) ইনবক্সে ইমেলগুলির মধ্যে একটিতে আলতো চাপুন ও ক্লিক করে ধরে রাখতে হবে।
4) এখন সমস্ত ইমেল নির্বাচন করে উপরে প্রদর্শিত চেকবক্সটি নির্বাচন করুন।
5) এবার আপনি সর্বোচ্চ ৫০টি ইমেইল বাঁচুন।
6) নির্বাচিত ইমেল মুছতে ডিলিট অপশনে ট্যাপ করে দিন।
7) জিমেইল সাফ করতে এই প্রক্রিয়াটি আবার শুরু করা যাবে।

আরও পড়ুন -  Photos: ফটোজে নতুন প্রাইভেসি ফিচার যুক্ত করার ঘোষণা গুগল