31 C
Kolkata
Saturday, June 10, 2023

Microsoft: বিল গেটসের মাইক্রোসফট, ১১ হাজার কর্মী ছাঁটাই করবে

Must Read

গুগল, টুইটার, অ্যামাজন, ফেসবুকের পর এবার মাইক্রোসফট নতুন বছরের শুরুতেই প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে।

বিল গেটস প্রতিষ্ঠিত সংস্থাটি এখনও এই বিষয়ে মুখ না খুললেও সংবাদ সংস্থা রয়টার্স সম্প্রতি এ খবর প্রকাশ্যে আনে।

সংবাদ সংস্থাটি জানায়, সারা বিশ্বে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যার অন্তত ৫ শতাংশের কাজ যেতে চলেছে। চাকরি যেতে পারে ইঞ্জিনিয়ারিং ও মানবসম্পদ বিভাগে কাজ করা কর্মীদের।

 আগে ২০২২ সালেও ১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। সংস্থার ২ লাখ কর্মীর মধ্যে সে যাত্রায় কাজ খুইয়েছিলেন ১ শতাংশ কর্মী। সাম্প্রতিক কালের মধ্যে এত কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা আগে নেয়নি মাইক্রোসফট। ব্রিটেনের স্কাই নিউজ জানায়, ৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে মাইক্রোসফট।

প্রসঙ্গত, কিছু দিন আগেই আবার কর্মী সঙ্কোচন করার কথা ঘোষণা করেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। গত বছরই প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই করে।

Latest News

Rinku Singh: রিংকু সিংয়ের ‘সিক্স প্যাক অ্যাবস’, শুভমান গিলের বোনের প্রতিক্রিয়ায় আতঙ্ক সৃষ্টি

২০২৩’এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভালোভাবে শেষ হয়েছে। চ্যাম্পিয়ন ধোনি বাহিনী। মোট পঞ্চমবার জয়ের মুকুট পরল ধোনি বাহিনী। আইপিএল শেষ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img