29 C
Kolkata
Friday, March 29, 2024

বাদলা_দিনে

Must Read

খবরইন্ডিয়াঅনলাইনঃ

বাদলা_দিনে

কাজল কালো মেঘের মালা
যাচ্ছে কোথায় ভেসে
মাঝ দুপুর সূয্যি ঠাকুর
লুকিয়েছেন হেসে।।

মেঘ সেঁচা জল ঝরে অবিরল
ভিজছে পৃথিবী
আসছে মাসে ধানের চাষে
সোনালী এক ছবি।।

পুকুর ঘাট ক্ষেত জমি মাঠ
হয়েছে বানভাসি
ঘর বাড়ি সব আবছা ধূসর
জমছে জলরাশি।।

আরও পড়ুন -  অস্তিত্ব

দস্যি ছেলে বেড়ায় খেলে
মাখছে কাদা জল
জল থৈ থৈ খুশি হৈ চৈ
আনন্দ আজ প্রবল।।

ভূতের গল্প তার অল্প স্বল্প
দিব্যি লাগে শুনতে
বৃষ্টি ঝমঝম গা ছমছম
কল্পনার জাল বুনতে।।

পাতার ভেলা রথের মেলা
মজা হরেক রকম,
টাটকা তাজা ইলিশ ভাজা
খিচুড়ি গরমাগরম।।

আরও পড়ুন -  '' চরাচর ''

পাখির ছানা হয়নি ডানা
ভয়ে ভয়ে চুপচাপ
পক্ষী-মাতা ডানার ছাতা
খুলল, দিল তাপ।।

আহ্লাদী ব্যাঙ করে ঘ্যাঙ্ ঘ্যাঙ্
একঘেয়ে এক ডাক
ক্ষেতের ধারে কি বাহারে
কলমি লতা শাক!!

হাঁকছে কানাই একলা গাই
ভিজে ভিজে হলো সারা
ঘনায় আঁধার ঘরে ফেরার
করেনা কোনো তাড়া।।

আরও পড়ুন -  কী খাওয়া জরুরি, শরীরচর্চার আগে ও পরে

মন্থর চাল বলদ হাল
ক্ষেত চষছে চাষি
আহা বরষা ! দেয় ভরসা
জাগে আনন্দ হাসি।।

কদম জুঁই ভরেছে ভুঁই
বাতাসে সুগন্ধ
খুশিয়াল প্রাণ করে আনচান
ঘরেতে থাকেনা বন্ধ।।

(কলমে ✍️, মৌলি বণিক)

Latest News

Web Series: উল্লুর সবচেয়ে হট ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, বাচ্চাদের সামনে দেখা যাবে না

Web Series টি ১৮+উদ্ধের জন্য করা হয়েছে। এই যুগে ব্যস্ততা এত বেশি বেড়েছে মানুষের হাতে সময় নেই বলা চলে।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img