Gadar 2: দর্শকদের জন্য বড় অফার নির্মাতারা দিলেন, রেকর্ড গড়বে গদর ২ রাখি বন্ধনের সপ্তাহে

Published By: Khabar India Online | Published On:

গদর ২ বক্স অফিসে বিশাল বড় রেকর্ড তৈরি করে ফেলেছে। সানি দেওলের এই ছবিটি একটা নতুন উচ্চতায় গিয়েছে বক্স অফিস রেকর্ডের দিক থেকে। রাখি বন্ধন সপ্তাহে আরো ভালো ব্যবসা করতে চলেছে গদর টু। সেই কারণেই নির্মাতারা ছবিটির জন্য একটি নতুন স্কিম বেছে নিয়েছেন যার মধ্যে দুটি টিকিট কিনলে একটি টিকিট আপনি বিনামূল্যে পাবেন।

নির্মাতারা জানিয়েছেন, ছবিটি ৫০০ কোটি টাকার অংক পার করতে চলেছে। সেই কারণেই, নির্মাতারা এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছরে সবথেকে বড় হিট হয়ে উঠবে গদর টু।

আরও পড়ুন -  T20 World Cup: শ্রীলঙ্কার সংগ্রহ ১৪১, ইংল্যান্ডের বিপক্ষে

শাহরুখ খানের পাঠান কে পরাজিত করে ৪৫০ কোটি পেরিয়ে যাওয়া ছবিতে পরিণত হয়েছে গদর টু। বিগত দুই সপ্তাহ ধরে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ছবিটি। বক্স অফিস ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে শুধুমাত্র সোমবার এই ছবিটি ৪.৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। সব মিলিয়ে ছবির আয় ৪৫৬ কোটি টাকা। অপরদিকে শুক্রবার মুক্তি পাওয়া ড্রিম গার্ল ২ এর থেকেও বেশি ব্যবসা করেছে সানি দেওলের ছবিটি।
নির্মাতারা আশা করছেন আগামী শুক্র, শনি ও রবিবার মানে রাখি বন্ধনের সপ্তাহে গদর টু ৫০০ কোটি ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন -  ওপার সুন্দরী'র সৌন্দর্য বেড়েই চলেছে, জয়া আহসানের, সেই ছবি পোস্ট করলেন

বাণিজ্য অনুমান নিশ্চিত যে ছবিটি ৫০০ কোটি টাকার অংক পেরিয়ে যাবে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত গদর এক প্রেম কথা এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে গদর টু। কিন্তু দক্ষিণ ভারতে এই সিনেমার ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না। দক্ষিণ ভারতে এখনো পর্যন্ত বলিউডের সবথেকে বেশি হিট হওয়া সিনেমা ছিল ব্রহ্মাস্ত্র। এই সিনেমার রেকর্ড এখনো পর্যন্ত দক্ষিণ ভারতে ভাঙতে পারেনি গদর।

আরও পড়ুন -  প্রকৃতির অদম্য সৌন্দর্য - তোমার গোলাপি ঠোঁট যেন বলে...