Paramani-Raj: রাজ এবং পরী, আবার এক সাথে পথ চলা

Published By: Khabar India Online | Published On:

চিত্রনায়িকা পরীমণি এবং চিত্রনায়ক শরিফুল রাজ ঢালিউড সিনেমার আলোচিত তারকা দম্পতি। তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে আবার একসঙ্গে দেখা মিললো এই জুটির।

পরীমণি এবং রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক এবং গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস এবং তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ ও পরী। সময়টা খুব ভালোই কাটালেন এই দম্পতি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি এবং শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি এবং একটি ভিডিও প্রকাশ করেছেন তাপস।

আরও পড়ুন -  Nikki Tamboli, ডিপ নেক ব্লাউজে এই স্টাইল দেখালেন, লুক দেখেই বুক ধড়ফড় করছে তার ভক্তদের

একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। তারপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

তাদের এই ভালোবাসা এবং খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে আবার একসঙ্গে দেখে সকলেই ধরে নিয়েছেন, সকল বিতর্ককে পাশ কাটিয়ে ছেলের টানে আবারও মিলন হলো রাজ-পরীমণি।

আগে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শরিফুল বলেছেন, কেন যাইনি, কী কারণে যাইনি, সেটি আমিই জানি, বাইরের অন্য কেউ বুঝবে না। তাই তা নিয়ে কথা বলে লাভ হবে না। বললেও হয়তো আমার কথা মানুষ বিশ্বাস করতে চাইবে না। সবার অভিযোগ থাকতে পারে, কলকাতা থেকে ফিরে এক জন বাবা হিসাবে অনুষ্ঠানের আগের রাতে বাবুকে দেখতে ওই বাড়িতে গিয়েছিলাম। বাবুর সঙ্গে সময় কাটিয়ে এসেছি।

আরও পড়ুন -  “হঠাৎ করে সবকিছু বেরিয়ে আসছে”, আবার উপস্ মোমেন্ট অভিনেত্রী Esha Gupta

রাজের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে পরীমণি জানিয়েছিলেন, তার সঙ্গে রাজের সম্পর্ক না থাকলেও ছেলের সঙ্গে রাজের যোগাযোগ থাকবে। সেই প্রসঙ্গে রাজ বলেন, মানে কী, আমি পরীকে বিয়ে করেছি, বৌ-এর সঙ্গে সম্পর্কটাই আগে। পরে সন্তানের সঙ্গে। সত্যি কথা কী, পরী সব কিছু ছেড়েছুড়ে দিয়ে সন্তানকে নিয়ে সব সময় সেলিব্রেশন করে, এ বিষয়টি আমার ভাল লাগে। আমি গর্বিত যে রাজ্যর মতো এমন একটি সুন্দর উপহার দিতে পেরেছি পরীকে। নিজের জীবনে তিনি আর কোনও ঝামেলা চান না। ছেলে বড় হচ্ছে, সেই কথা ভেবে তিনি এমন আর কোনও কাজ করতে চান না যা, রাজ্যর জীবনে প্রভাব পরে।

আরও পড়ুন -  প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, ঝোড়ো দমকা বাতাস বইবে

ছবিঃ সংগৃহীত।