35 C
Kolkata
Thursday, May 16, 2024

Tatkal Ticket: তৎকাল টিকিট ক্যানসেল করলে টাকা ফেরত কি করে পাবো? Indian Railway এর নিয়ম জেনে নিন

তৎকাল টিকিটের টাকা ফেরত দেয় ভারতীয় রেলওয়ে বিশেষ পরিস্থিতিতে

Must Read

Tatkal Ticket: তৎকাল টিকিট ক্যানসেল করলে টাকা ফেরত কি করে পাবো? Indian Railway এর নিয়ম জেনে নিন।

এখন শেষমুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব প্রায়। যদি আগে টিকিট না কেটে থাকেন, তাহলে এখন একমাত্র উপায় তৎকালে টিকিট কাটা।

বিশেষ অফিশিয়াল কাজে অথবা এমার্জেন্সিতে দূরে যেতে হলে ভরসা একমাত্র তৎকাল টিকিট।এই টিকিট সম্বন্ধে অনেক তথ্যই সাধারণ মানুষ জানেন না। এই প্রতিবেদন পড়ুন।

আরও পড়ুন -  বাতিল এই ৪ ট্রেন ১৫ আগস্ট, পরিবর্তন বহু ট্রেনের সময়সূচি, দেখুন তালিকা

ঘুরতে যাওয়া বা অফিসিয়াল কাজে অনেকেই তৎকাল টিকিট কেটে থাকেন। বেশিরভাগ মানুষ জানেন না যে এই তৎকাল টিকিট কি করে ক্যানসেল করাতে হয়। ধরুন যে ট্রেনে আপনি তৎকাল টিকিট কেটেছেন, সেটি ঘণ্টার পর ঘণ্টা দেরি করল, যাওয়ার কোনও মানে নেই। সেই ভাড়া আপনি কেন দেবেন। কিন্তু জানতে হবে কি করে তৎকাল টিকিট ক্যানসেল করে টাকা ফেরত পাবেন।

আরও পড়ুন -  কাজল রাঘবানী এবং নিরহুয়া বন্ধ ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতন নাচ করলেন, ‘কামারিয়া’ গানে, ইন্টারনেটে হৈচৈ

রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেন যদি ৩ ঘন্টা দেরি করে তাহলে সেই ক্ষেত্রে আপনার তৎকাল টিকিট ক্যানসেল করে টাকা ফেরত নিতে পারেন।

জানিয়ে রাখি, ট্রেনের যাত্রাপথে যদি মনে করেন যে, নির্দিষ্ট স্টেশনের পরেও আপনাকে যেতে হবে, তা হলে আপনি ট্রেনে থেকেই টিকিটের যাত্রাপথ বৃদ্ধি করতে পারেন৷ তখন আপনার কাছে তৎকাল টিকিট থাকলেও আপনি টিটির সাথে কথা বলে বর্ধিত মূল্য দিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন -  Nepal Plane Crash: নিহত বেড়ে ৬৭, নেপালে বিমান দুর্ঘটনায়

Latest News

Petrol Price: পেট্রোল-ডিজেলের দাম কলকাতায় কতো হলো? জানুন

Petrol Price: পেট্রোল-ডিজেলের দাম কলকাতায় কতো হলো? জানুন।  বিভিন্ন জ্বালানি তেলের সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম আপডেট করে প্রতিদিন। গোটা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img