Amrit Bharat Scheme: হুগলির এই চারটি স্টেশনের অমৃত ভারত প্রকল্পে বদলে যাবে, একটির উদ্বোধন হলো

Published By: Khabar India Online | Published On:

রূপ পাল্টে যাচ্ছে হুগলি জেলার একাধিক স্টেশনের অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে। পশ্চিমবঙ্গের মোট ৩৭ টি স্টেশনের মধ্যে জায়গা করেছে হুগলি জেলার চারটি স্টেশন। রেলের পরিষেবা থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্য সাথে সুরক্ষা ব্যবস্থা সবকিছুই উন্নত হচ্ছে নতুন প্রকল্পের অধীনে।

জানিয়ে রাখি অমৃত ভারত প্রকল্পের জন্য হুগলি জেলার চারটি রেল স্টেশনের কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন রাজ্যের মোট ৫০৮ টি রেলস্টেশনের নতুন রূপ দেওয়ার কাজ হচ্ছে। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের মোট ৩৭ টি স্টেশন এর নতুন করে শিলান্যাস করা হবে। প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ১৫০০ কোটি টাকা।

আরও পড়ুন -  Liquor: আবগারি ও পুলিশের যৌথ অভিযানে, উদ্ধার চলাই মদ

চারটি স্টেশনের মধ্যে রয়েছে শেওড়াফুলি,ডানকুনি,তারকেশ্বর ও চন্দননগর। হাওড়া ডিভিশনের অধীনে থাকা এই ৪টি স্টেশনের নতুন করে উদ্বোধন করা হয়েছে। শেওড়াফুলি স্টেশন কে নতুন ভাবে সাজাতে খরচ হবে ৩১ কোটি টাকা। হবে ১২ মিটার চওড়া একটি ফুটওভার ব্রিজ। অফিস থেকে বাজার পর্যন্ত এই ফুট ওভার ব্রিজ করা হবে বলে জানা গিয়েছে। সুবিধা থাকবে লিফটের ব্যবস্থা।

আরও পড়ুন -  Scriptures: ধর্মগ্রন্থ পড়ছেন শাহরুখপুত্র আরিয়ান

হকারদের জন্য কি ব্যবস্থা করা হবে তা এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারেনি শেওড়াফুলি স্টেশন কর্তৃপক্ষ।

স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের শেওড়াফুলি স্টেশনের সংবর্ধনা দেওয়া হয়। রেলের ডিভিশনাল অফিসার থেকে নোডাল অফিসারদের মতো উচ্চ পদস্থ কর্মীরা আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেওড়াফুলি স্টেশন চত্বর সাজিয়ে তোলা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে।

আরও পড়ুন -  উৎসবের আগে বড় সুখবর, শিয়ালদহ থেকে এই বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল