26 C
Kolkata
Tuesday, May 21, 2024

Amrit Bharat Station Scheme: ১২৫৭’টি স্টেশন ম্যাজিকের মতন বদলে যাবে

Must Read

বহু স্টেশনের রূপ অমৃত ভারত স্টেশন প্রকল্পের হাত ধরেই বদলে যাচ্ছে। মোট ১২৫৭’টি স্টেশনের ভোল বদল হতে চলেছে। গোটা দেশজুড়ে এক উন্নত মানের স্টেশন দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। উল্লেখ্য, এই প্রকল্পের হাত ধরে উত্তর পূর্বাঞ্চলের মোট ৫৬’টি স্টেশনের ভোল বদল হচ্ছে। উল্লেখ্য, ৬’ই আগস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব সীমান্তের ৫৬’টি স্টেশনকে ভার্চুয়াল ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।

আরও পড়ুন -  ব্যারাকপুরে জেলা কমিটি বৈঠকে, বিধায়ক রাজ চক্রবর্তীর উপর হামলা

অসমের মুখ্যমন্ত্রী নারেঙ্গি এবং মাননীয় রাজ্যপাল স্টেশনে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বাড়িয়েছিলেন। নাগাল্যান্ডের রাজ্যপাল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডিমাপুর এবং উদয়পুরের স্টেশনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বের সাথে স্থানীয় সাংসদ এবং বিধায়করাও উপস্থিত ছিলেন।

উত্তর-পূর্ব সীমান্তের ৫৬’টি স্টেশনের মধ্যে ৩২ টি অসমের, পশ্চিমবঙ্গের ১৬’টি, ত্রিপুরা এবং বিহারের ৩’টি করে এবং নাগাল্যান্ড এর সাথে মেঘালয়ের ১’টি করে স্টেশন এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের অন্তর্ভুক্ত আছে।

আরও পড়ুন -  Durga Pujo: বিকেল বেলা চায়ের সাথে নুডলস পাকোড়া, আহ!

৫৬’টি স্টেশনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্টেশনের নাম:

* ত্রিপুরার উদয়পুর, ধর্মনগর, কুমারঘাট
* অসমের নারেঙ্গি, জাগীরোড, ডিব্রুগড়, শিবসাগর টাউন
* পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি রোড, হাসিমারা
* বিহারের কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, বারসোই জং
* নাগাল্যান্ডের ডিমাপুর
* মেঘালয়ের মেন্দিপাথার

আরও পড়ুন -  ভারতীয় বিভিন্ন ভাষার সুরক্ষা ও প্রচারে আহ্বান উপ-রাষ্ট্রপতির

উল্লেখ্য, এই ৫৬’টি স্টেশন পুনরায় বিকাশের জন্য হিসাবমতো ১৯৬০ কোটি টাকা খরচা হবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে, তিনি স্টেশন উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গে জানিয়েছেন, ভারতীয় রেলওয়ে স্টেশনের উন্নয়নের জন্যই সরকার এই প্রকল্প চালু করেছে।

Latest News

Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি

Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি।  Web Series...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img