28 C
Kolkata
Tuesday, May 14, 2024

RBI আগস্টের জন্য 14-দিনের ব্যাঙ্ক বন্ধের সময়সূচী ঘোষণা করেছে – ছুটির তালিকা দেখুন

স্বাধীনতা দিবস, রাখি বন্ধন ও ওনামসহ আগস্ট মাসে এই উৎসব রয়েছে

Must Read

যদি আগস্ট মাসে ব্যাংক সম্পর্কিত কোন কাজ থাকে তাহলে আরবিআই নিয়ে এসেছে একটি বড় ঘোষণা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, আগস্ট মাসে ব্যাংকগুলি শুধুমাত্র চার বা পাঁচ দিনের জন্য নয়, একদম ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। ব্যাঙ্কে যাবার আগে অবশ্যই দেখে নিতে হবে, কোন কোন দিন কোন রাজ্যে ব্যাংক বন্ধ থাকতে চলেছে।

আগস্ট মাসে RBI প্রকাশিত ছুটির তালিকাঃ

আরও পড়ুন -  Bank Holiday: বন্ধ থাকবে ব্যাঙ্ক আগস্ট মাসে জরুরি কাজ করে নিন, RBI প্রকাশিত ছুটির দিনগুলি

1) 6 ই আগস্ট রবিবারের জন্য বন্ধ থাকবে৷
2) 8 ই আগস্ট গ্যাংটকে Tendong Lho Rum কাজ করবে না।
3) 12 আগস্ট দ্বিতীয় শনিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে।
4) 13 আগস্ট রবিবারের কারণে সাপ্তাহিক ছুটি থাকবে।
5) 15 আগস্ট স্বাধীনতা দিবসের জন্য ব্যাংক বন্ধ থাকবে।
6) পার্সী নববর্ষের কারণে 16 আগস্ট মুম্বাই, নাগপুর ও বেলাপুরে বন্ধ থাকবে।
7) শ্রীমন্ত শঙ্করদেব তিথির কারণে 18 আগস্ট গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
8) 20 আগস্ট রবিবারের জন্য সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।
9) চতুর্থ শনিবারের কারণে 26 আগস্ট বন্ধ থাকবে।
10) ওনামের কারণে 28 আগস্ট কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
11) তিরুওনামের কারণে 29 আগস্ট কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
12) রক্ষা বন্ধনের জন্য 30 আগস্ট জয়পুর ও সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ।
13) দেরাদুন, গ্যাংটক, কানপুর, কোচি, লখনউ সাথে তিরুবনন্তপুরমের ব্যাঙ্কগুলি 31 আগস্টে রক্ষা বন্ধন / শ্রী নারায়ণ গুরু জয়ন্তী / পাং-লাবসোলের কারণে কাজ হবে না।

আরও পড়ুন -  Indian Currency: ভারতীয় টাকার জাল নোট, আসলনোট এবং বাংলাদেশি টাকাসহ এক প্রৌঢ়কে গ্রেফতার

ব্যাঙ্ক ছুটির বিষয়ে আরও বেশি তথ্যের জন্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল লিঙ্কটি দেখতে পারেন। https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx। ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা চালু থাকবে।

Latest News

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি।  ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img