29 C
Kolkata
Tuesday, May 14, 2024

সপ্তম নাতনিকে স্বীকৃতি দিলেন বাইডেন

Must Read

সপ্তম নাতনিকে স্বীকৃতি দিলেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার নিজের সপ্তম নাতনি নেভি’র কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন। বিবিসি ও সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে এ খবর।

প্রতিবেদনে বলা হয়, জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের চার বছরের কন্যা সন্তান নেভি। সম্প্রতি শিশুটির অভিভাবকত্ব নিয়ে চলা মামলায় জিতেছেন হান্টার।

আরও পড়ুন -  Warning: জো বাইডেনের কঠোর হুশিয়ারি, রাশিয়াকে

শুক্রবার পিপল ম্যাগাজিনকে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, নেভিসহ আমাদের সব নাতি-নাতনিদের জন্য যা করলে ভালো হয়, জিল এবং আমি তা-ই চাই।

আগে, শিশুটিকে স্বীকৃতি না দেয়ায় রিপাবলিকান এবং ডেমোক্র্যাট নেতাদের সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবৃতিতে বাইডেন বলেছেন, নাতনির (নেভি) স্বীকৃতির বিষয়টি রাজনৈতিক নয়, এটি পারিবারিক বিষয়। নেভির মা লুন্ডেন রবার্টসের সঙ্গে অভিভাবকত্ব নিয়ে কাজ করছিল হান্টার। মেয়েটির ভবিষ্যৎ যাতে কোনো ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে না পড়ে, সে কারণেই বিষয়টি মীমাংসা করতে দেরি হয়েছে।

আরও পড়ুন -  Omicron: নিউইয়র্কে জরুরি অবস্থা, ওমিক্রন ঠেকাতে

অভিভাকত্ব পেতে শিশুটির মা মামলা করার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে হান্টারকে পিতা বলে স্বীকৃতি দেন আদালত। ২০২১ সালে তিনি (হান্টার) অ্যালকোহল এবং মাদকাসক্ত হয়ে পড়লে মামলাটি করেন লুন্ডেন।নেভিসহ হান্টার বাইডেনের চারজন সন্তান রয়েছে। যার মধ্যে এক ছেলের নাম বিউ যার নাম প্রেসিডেন্টের প্রয়াত ছেলের নাম অনুসারে রাখা হয়। তিনি ২০১৫ সালে মারা গেছেন।

আরও পড়ুন -  Al-Qaeda Chief: সৌদি আরব, আল-কায়েদা প্রধানের হত্যাকে স্বাগত জানিয়েছে

ছবিঃ সংগৃহীত

Latest News

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি।  ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img