36 C
Kolkata
Saturday, May 4, 2024

ফুল তাজা রাখার কৌশল ঘরে এই বর্ষায়

Must Read

ফুল তাজা রাখার কৌশল ঘরে এই বর্ষায়।

এক মুহূর্তেই মনকে ভালো করে দিতে পারে তাজা ফুলের সুবাস এর সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। তাজা ফুল ঘরের আভিজাত্য দ্বিগুণ বাড়িয়ে দেয়।

তাজা ফুল যখন নষ্ট হতে শুরু করে, তখন ততটাই বাজে সমস্যার তৈরি হতে থাকে।

কিন্তু এ সমস্যা সহজেই সমাধান করা যায়।বাজার থেকে তাজা ফুল কিনে আনার পর, কিছু উপায় মেনে চললেই প্রাকৃতিক ফুল থাকবে দীর্ঘ সময় সতেজ এবং সুরভিত। কি করে?

আরও পড়ুন -  ফতিমা সানা শেখ কাস্টিং কাউচের শিকার, এই কাজ করলেই মিলবে সিনেমায় রোল

ফুল দীর্ঘ সময় সতেজ ও সুরভিত রাখার উপায়

ফুলদানিতে পরিষ্কার জল রাখতে হবে। ফুল ফুলদানিতে রাখার পর ফুলদানিটি এমন জায়গায় রাখবেন যেখানে গরম আবহাওয়া এবং তাপমাত্রা বেশি নেই। সূর্যের আলোতে প্রাকৃতিক ফুল তাড়াতাড়ি নষ্ট হয়।

আরও পড়ুন -  টেক্কা দিলেন প্রিয়াঙ্কা চোপড়াকে কমবয়সী যুবতী ‘দেশি গার্ল‘ গানে, ব্যাপক কায়দায় নাচ দেখালেন

ফুলের কাণ্ড বেশি ছোট না কেটে একটু বড় করে কাটুন। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কেটে ফেলুন। তাতে ফুল দীর্ঘ সময় ধরে তাজা থাকবে।

ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু জলেতে থাকবে সে অংশে কখনোই যেন কোনো পাতা রাখবেন না।জলেতে থাকা কাণ্ডের অংশে পাতা থাকলে ফুল দ্রুত পচতে আরম্ভ করে দেয়।

আরও পড়ুন -  কোভিড কিচেন, অসহায় মানুষদের জন্য, পেশায় শিক্ষক, দুই অভিন্ন হৃদয় বন্ধু, নিজেদের মাইনের টাকা খরচ করে

দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার, দুই চামচ চিনি এবং হাফ চা-চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ করে ফুলদানিতে দিতে পারেন। তাতে জলের ফুলের কাণ্ড ডোবানো থাকলে ফুল দ্রুত পচবে না। দারুন সতেজ থাকবে সাথে আপনার মন আরও ভালো থাকবে।

Latest News

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img