Bill on Birth Certificate: কেন্দ্রের নয়া পদক্ষেপ, সরকারি কাজের জন্য ‘বার্থ সার্টিফিকেট’ বাধ্যতামূলক

Published By: Khabar India Online | Published On:

সেই রকম ভাবে বার্থ সার্টিফিকেট কোনো কাজে লাগতো না।স্কুলে ভর্তি হতে গেলে শুধু লাগতো। এখন শুধু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেই জন্ম সাল নির্ধারণ করা হতো।

এই কারনে প্রচুর ভোটার আই কার্ড ভুল হচ্ছে। বহু জনের জন্ম সাল গণনার ভুল নথি বেরিয়েছে। আবার কেউ কেউ বয়স কমিয়ে চাকরিতে যোগ দিয়েছেন।বিভিন্ন ভুল ভ্রান্তি এবং অপরাধ কাজের ঠিকানা করতে জোর দেওয়া হচ্ছে বার্থ সার্টিফিকেটকে (Birth certificate)।

আরও পড়ুন -  বিশ্বসুন্দরী পিসি হতে চলেছেন, খুশিতে আনন্দে আত্মহারা অভিনেত্রী সুস্মিতা সেন

বার্থ সার্টিফিকেট দিয়েই সরকারি সমস্ত কাজ সম্ভব হবে বা হতে চলেছে আগামী সময়ে। গতকাল সংসদে একটি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যান্দ রাই, তিনি স্পষ্ট করে বলেন যে বিভিন্ন রাজ্য সরকার, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই এই আইন সংশোধন করার জন্য বিল পেশ করা হয়েছে।

বিল অনুযায়ী, এখন শুধু মাত্র বার্থ সার্টিফিকেট থাকলেই তৈরি করা যাবে ভোটের আই কার্ড ও আধার কার্ড। করা যাবে ড্রাইভিং লাইসেন্স। সরকারি চাকরি ক্ষেত্রে যোগ দিতে ও বিয়ের রেজিস্ট্রেশন ফাইল করতে এই সার্টিফিকেট অপরিহার্য। এদিন, সংসদে ‘রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩’ পেশ করে নিত্যানন্দ রাই বলেন, ‘রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট, ১৯৬৯-কে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তা সংশোধন করা হয়নি। প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে খাপ খাইয়ে এই পরিষেবাকে আরও নাগরিক বান্ধব করে তুলতে সংশোধন প্রয়োজন। তাই এই বিল আনা হয়েছে।’

আরও পড়ুন -  শিম খান একটু অন্য ভাবে

ইতিমধ্যে, এই নতুন বিলের বিরোধিতা করেন কংগ্রেসের সাংসদ মণীশ তিওয়ারি। তাঁর দাবি, এই নতুন নিয়মের কারণে জনগণের গোপনীয়তা রক্ষার বিষয়টি লঙ্ঘন করা হবে।

মোট কথা, এবার আর বয়স নিয়ে নয় ছয় করা যাবে না। ‘রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩’ অনুযায়ী, এবারে বার্থ সার্টিফিকেট হতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান নথি।

আরও পড়ুন -  শ্রী হরদীপ সিং পুরী দিল্লি মেট্রোয় পিঙ্ক লাইনে চালকবিহীন ট্রেন চলাচলের ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন