Aadhaar Card: সাবধান নকল আধার কার্ড থেকে, স্মার্টফোনের মাধ্যমে যাচাই করুন

Published By: Khabar India Online | Published On:

Aadhaar Card: সাবধান নকল আধার কার্ড থেকে, স্মার্টফোনের মাধ্যমে যাচাই করুন।

এখনকার দিনে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি। কোনও সরকারি অথবা বেসরকারি কাজ করতে গেলে, আধার কার্ড প্রয়োজন। স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন আধার কার্ড খুব প্রয়োজন।

আরও পড়ুন -  খুব সাহসী ওয়েব সিরিজ Ullu-তে এসে গেল, কারও সামনে দেখবেন না

আধার কার্ড না থাকে তাহলে কোনো কাজ করা যাবে না। এখনকার সময়ে দেশ জুড়ে আধার কার্ড সংক্রান্ত জালিয়াতির ঘটনা ঘটছে।

জাল আধার কার্ডের জন্য অনেক সমস্যায় পড়তে পারেন। যেমন আপনার বাড়িতে অনেকগুলি ভাড়াটিয়া রয়েছে। তাদের পরিচয়পত্র হিসেবে সকলের থেকে তাদের আধার কার্ড দেখতে চাইবেন।

আরও পড়ুন -  গাইডলাইন প্রকাশ UIDAI, আধার কার্ড সুরক্ষিত রাখার, নতুন প্রযুক্তি নিয়ে এলো, জেনে নিন

যদি কেউ জাল আধার কার্ড দেখিয়ে নিজের পরিচয় লুকানোর চেষ্টা করে সেক্ষেত্রে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন।কয়েক মিনিটের মধ্যে মোবাইলের মাধ্যমে চেক করে নিন আধার কার্ড, এটা আসল না নকল। কেমন করে করবেন চেক?

প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/en/-এ যেতে হবে। আধার পরিষেবাতে ভেরিফাই আধার নম্বরের বিকল্পটি নির্বাচন করুন।প্রক্রিয়াটি করার পরে আপনাকে আধার নম্বর লিখতে হবে। তারপর আপনাকে Proceed to Verify Aadhaar অপশনে ক্লিক করতে হবে। এই প্রক্রিয়াটি করার সাথে সাথেই আধার সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় বিবরণ জানতে পারবেন।

আরও পড়ুন -  IND Vs AUS: ভারতের সেরা-১১ বেছে নিলেন ওয়াসিম জাফর, প্রথম টেস্টের জন্য, একাধিক তারকা ক্রিকেটার জায়গা পাননি