Indian Cricketer: গ্রেফতার হতে পারেন ভারতীয় এই পেসার, বিশ্বকাপের আগেই, কেন? জেনে নিন

Published By: Khabar India Online | Published On:

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ফাস্ট বোলার মহম্মদ সামি বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমনটাই মনে হচ্ছে। ৫ বছর আগের সমস্যার জন্য। ভারতীয় দল সামিকে ছাড়া বিশ্বকাপ খেলবে এটা ভাবলে মন খারাপ হবে তার ফ্যানদের।

আইনি দিক থেকে বিচার করলে বিশ্বকাপের মহড়ার আগে গ্রেফতার হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক কি কারণে এই গ্রেফতার?

আরও পড়ুন -  Asia Cup 2022: রোহিতের ওপেনিং পার্টনার কে? জানালেন সাবা করিম

৫ বছর আগে ২০১৮ সালে এই ফাস্ট বোলারের বিরুদ্ধে গৃহস্থ হিংসা ও একাধিক অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন তার নিজের স্ত্রী হাসিন। তিনি কলকাতার যাদবপুর থানায় সামির বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ করেন। তারপর মামলাটি ওঠে আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে। ২০১৯ সালে সামিকে গ্রেফতারি নির্দেশ দেন। এতদিন সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ ছিল সুপ্রিম কোর্টের।

আরও পড়ুন -  IND vs AUS: রোহিত শর্মা ২ ক্রিকেটারকে ছাঁটাই করতে চলেছেন, বিশাল পরিবর্তন ভারতীয় একাদশে

গত বৃহস্পতিবার আবার এই মামলা উঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্ব একটি বেঞ্চে। বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি পিভি নরসিমা ও বিচারপতি মনোজ মিশ্র। তারা আলিপুর সেশন কোর্টকে এই বিষয়টি আগামী এক মাসের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন -  MS Dhoni: BCCI ধোনিকে বিরাট দায়িত্ব দিতে চলেছে, ক্ষমতা হ্রাস রাহুল-রোহিতের

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আলিপুর কোর্ট যদি আগামী এক মাসের মধ্যে এই ব্যাপারটি না মিটিয়ে ফেলতে পারে তাহলে স্থগিতাদেশের ব্যাপারে নতুন করে ভাবতে হবে। সামির বিরুদ্ধে গ্রেফতারি স্থগিতাদেশ তুলে নেয়া হতে পারে, তাহলে বিশ্বকাপের আগেই সামি গ্রেফতার হতে পারে।