Bhojpuri Song: সবুজ ক্ষেতের মাঝে নিরাহুয়াকে কামনা করলেন আম্রপালি

Published By: Khabar India Online | Published On:

আম্রপালি দুবে (Amrapali Dubey) ট্রেন্ড মেনে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ রয়েছেন। নিত্যনতুন ফটোশুট তো বটেই, অনুরাগীদের সাথে আড্ডা দিতে ইন্সটাগ্রাম লাইভেও এসেছেন। এমনই একটি লাইভে সম্প্রতি তাঁর এক অনুরাগী আম্রপালিকে জিজ্ঞাসা করেছেন, তিনি সম্পর্কে আছেন কিনা! ভোজপুরি নায়িকা জানিয়েছেন, তিনি কমিটেড। তাঁর প্রেমিকের নাম বলেননি আম্রপালি। ভোজপুরি ফিল্মে আগের তুলনায় কাজের সংখ্যা কমিয়ে দিলেও এখনও অবধি বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সমান জনপ্রিয় আম্রপালি। সাম্প্রতিক কালে আবারও আম্রপালি অভিনীত ফিল্ম ‘রাজাবাবু’-র জনপ্রিয় গান ‘বোলে জিয়া’ নতুন করে ভাইরাল হয়েছে নেট জগতে।

আরও পড়ুন -  Imd Alert: সতর্কতা বজ্রঝড় ও বৃষ্টির, ১২টি রাজ্যে, পশ্চিমবঙ্গে কি হতে চলেছে?

‘ওয়েভ মিউজিক ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে এটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 2015 সালে নির্মিত ফিল্ম ‘রাজাবাবু’-তে সকলকে তাক লাগিয়েছিলেন আম্রপালি। আম্রপালির সাথে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়াকে দেখতে অভ্যস্ত সবাই।

ভোজপুরি দর্শকদের পছন্দ তাঁদের অন্তরঙ্গ রোম্যান্টিক মুহূর্ত। ‘বোলে জিয়া’ গানে আম্রপালি প্রমাণ করেছেন, তিনি অনায়াসেই নারীকেন্দ্রিক ফিল্মে নিজের স্থান তৈরি করতে পারেন। গ্রাম্য বধূর চরিত্রে সমান পারদর্শী সেটা আম্রপালি দেখিয়েছেন।

আরও পড়ুন -  প্লাস সাইজ তানভী, Besharam Rang গানে তুমুল নাচ করলেন, VIDEO দেখুন

গানের শুরুতে আম্রপালিকে দেখা যায় সবুজ ক্ষেতের আলপথ ধরে হেঁটে চলেছে। পরনে সামনে আঁচল করে পরা নীল রঙের শিফন শাড়ি। মাথায় ঘোমটা। সিঁথি রাঙানো মেটে সিঁদুরে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেতেই আম্রপালি গানের সুরে ফলে ওঠেন, তাঁর হৃদয় প্রেমিকের অপেক্ষায়। গ্রামের বৌকে নাচতে দেখে ক্ষেতে কাজ করা কৃষকরা তাঁর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন।

তখন আম্রপালি বুঝতে পেরে লজ্জা পেলেন। তারপর একটি গাছকে জড়িয়ে ধরে তিনি কল্পনা করেন তাঁর প্রেমিক রূপে। আম্রপালির শরীর শিহরিত হয়। লজ্জায় লাল হয়ে যান। কল্পনা করেন, তাঁর কাছে ফিরে এসেছেন নিরাহুয়া। কৃষকের ঘরের বৌ গানের সুরে বুঝিয়ে দেন, অল্প সামর্থ্য সত্ত্বেও সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায় স্বামীর ঘর।‘বোলে জিয়া’ গানটি গেয়েছেন কল্পনা (Kalpana) এবং অলোক কুমার (Alok Kumar)। এতদিন পরেও কল্পনার কন্ঠস্বরে বুঁদ হয়ে রয়েছেন শ্রোতারা। 64 মিলিয়ন ভিউ পার হয়েছে।

আরও পড়ুন -  এক শিশুর উপর পরে গেলেন আন্টি নাচের মাঝে, চমকে উঠল নেটিজেনরা, ভিডিও দেখে