মোনালিসা এবং পবন সিং গামছা পেতেই রোমান্স ঘর বন্ধ করে, লজ্জায় লাল হলেন অভিনেত্রী VIDEO

Published By: Khabar India Online | Published On:

একটি ভোজপুরি গানের ভিডিও ভাইরাল। নেটমাধ্যমে এই ধরনের ভোজপুরি গানের ভিডিও ভাইরাল বেশি হচ্ছে। সম্প্রতি পবন সিং এবং মোনালিসাকে রোমান্টিক দৃশ্যে দেখা গেছে। বন্ধ ঘরের মধ্যেই রোমান্টিক গানের সাথে নেচে এই কাজটি করলেন। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন হিট জুটি।

সম্প্রতি তাদের এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকরা এই ভিডিও নিয়ে বেশ মাতামাতি করছেন সোশ্যাল মাধ্যমে, মন্তব্য দেখেই জানা যাচ্ছে।

আরও পড়ুন -  কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কির দাম্পত্য বিবাদ নিয়ে চিন্তায় দিদিশাশুড়ি, সাবিত্রী চট্টোপাধ্যায় !

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে পর্দার সামনে পবন সিং এবং মোনালিসাকে বন্ধ ঘরেই জনপ্রিয় ভোজপুরি গান ‘সাইয়া জি দিলবা মাঙ্গেলিন’র সাথে রোমান্টিক হয়ে ঘনিষ্টভাবে নাচতে দেখা গিয়েছে। ঘরের মধ্যে গামছা পেতেই করলেন গভীর রোমান্স। আছে চুম্বনের দৃশ্যও। এই ভিডিও যে ভোজপুরি দর্শকদের মাঝে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন -  কেন্দ্রীয় কর কমানো হোক পেট্রোল - ডিজেলের, মোদিকে আর্জি মমতার

সাম্প্রতিক এই ভিডিওটি ‘টি-সিরিজ হামার ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকেই ৯ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ঝলক পৌঁছে গিয়েছে ২১ লাখেরও বেশি মানুষের সামনে। উল্লেখ্য, গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সাইয়া জি দিলবা মাঙ্গেলিন’এর। গানের কথা দিয়েছিলেন বিনয় বিহারী। সুর দিয়েছিলেন রাজেশ গুপ্তা। গানটি শোনা গিয়েছিল ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়িকা কল্পনার কন্ঠে। ছবিতে পবন সিং এবং মোনালিসা ছাড়াও আনন্দ মোহন পান্ডে সীমা সিংয়ের মতো একাধিক তারকারা রয়েছেন।

আরও পড়ুন -  শপথ নিয়েই করোনার বিরুদ্ধে লড়াইয়ে কঠোর পদক্ষেপ নিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তালিকা দিলেন