Rocky Aur Rani Ki Prem Kahani: ‘তুম কেয়া মিলে’ গানে রোমান্টিক আলিয়া ও রণবীর, বরফে ঢাকা চারিদিক

Published By: Khabar India Online | Published On:

প্রথম সারির জনপ্রিয় দুই তারকা আলিয়া ভাট এবং রণবীর সিং বলিউড ইন্ডাস্ট্রির। কারাণ জোহার পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ চলতি বছরের জুলাই মাসেই মুক্তি পাবে।

গুরু যশ চোপড়াকে সম্মান জানিয়েই কাজটি করেছেন পরিচালক। একটি বড় বাজেটের ছবি নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হতে চলেছেন। ছবির ট্রেলার ইতিমধ্যেই শোরগোল পরে গেছে দর্শকদের কাছে।

কারাণ জোহার পরিচালিত ছবিতে রণবীর সিং এবং আলিয়া ভাট ছাড়াও দেখা যাবে টলিউডের টোটা রায়চৌধুরী, বলিউডের শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রর মতো একাধিক প্রতিভাবান তারকাদের। এই মুহূর্তে ছবির অন্যতম রোমান্টিক গান ‘তুম কেয়া মিলে’ মুক্তির পর থেকেই মিডিয়ার পাতায় ছবির পাশাপাশি চর্চিত ছবির কলাকুশলীরাও। এই মুহূর্তে অমিতাভ ভট্টাচার্যের কথায় এবং প্রীতমের সুরে মুগ্ধ প্রায় সকলে।

আরও পড়ুন -  শ্রী কিরেণ রিজিজু সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রীদের সঙ্গে দু’দিনের ভিডিও কনফারেন্স বৈঠকে মিলিত হবেন

কিছুক্ষণ আগে ‘সারেগামাপা মিউজিক’এর ব্যানারেই মুক্তি পেয়েছে আসন্ন ছবির রোমান্টিক গান ‘তুম কেয়া মিলে’। দু’ঘণ্টার মধ্যেই দশ লাখ মানুষ দেখে ফেলেছেন এই গানটি। প্রতিক্রিয়াও আসতে শুরু হয়ে গেছে। গানটি গেয়েছেন, দুই জনপ্রিয় গায়ক-গায়িকা অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। অরিজিৎ-শ্রেয়ার নামেই হিট হয়ে যায় গান। এবার তাদের কন্ঠের পাশাপাশি ধর্মা প্রোডাকশনের ম্যাজিক এবং কারাণ জোহরের পরিচালনা আবারো বড়পর্দা কাঁপাতে আসছে। আগামী ২৮’শে জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন -  অভিনেত্রী ‘গান্দি বাত’ এর Mahima Gupt বাথরুমের ভিতরে পা তুলে এই ভিডিও করলেন, সামলাতে পারবেন না দেখলে

‘তুম কেয়া মিলে’ গানটি সাধারণ দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করতে চলেছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, রাহা জন্মানোর ঠিক পরেই মানীশ মালহোত্রার শিফন শাড়িতে বরফের মাঝে শুটিং করতে হয়েছিল আলিয়াকে। রণবীর সিংয়ের সাথে পাহাড়ে বরফের মাঝে শুটিং করার প্রথম দৃশ্যেই রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন আলিয়া।

আরও পড়ুন -  বারান্দায় সাদা শাড়িতে এই স্টাইল দেখালেন Nikki Tamboli, ছোট থেকে বড়, ঘেমে নেয়ে একাকার

ঐ মুহূর্তে অভিনেত্রীকে দেখে কিছুটা হলেও ঘাবড়ে গিয়েছিলেন রণবীর। তারপর ঠান্ডার জন্য নীচের ভ্যালিতে নেমে এসেই শুটিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। সেই দৃশ্যে তাদের রসায়ন যে নজর কাড়ছে, সে বিষয় নিয়েও নিশ্চিত পরিচালক। ছবি নিয়ে খুব আশাবাদী। নিজের এই কাজ গুরু যশ চোপড়াকেই উৎসর্গ করেছেন কারাণ। একাধিক সাক্ষাৎকারে ইতিমধ্যেই একথা জানিয়েছেন কারাণ। এখন শুধু অপেক্ষা।