এমন রোম্যান্সে মাতামাতি করলেন খেসারি লাল যাদব আকাঙ্খা দুবের সাথে, বয়স্করা হয়ে যাবেন তরুণ, ভিডিও দেখতে থাকুন

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় হয়েছে। যে কোন অনুষ্ঠানেই ভোজপুরি গান শোনা যায়। বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান আগে চাই। ভোজপুরি অনেক তারকা রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। তাঁদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব ও রবি কিসান এর মতো বড় বড় তারকারা।

আরও পড়ুন -  Bhojpuri Song: সবচেয়ে রোমান্টিক ভোজপুরি গান, একা দেখুন, অক্ষরা সিংয়ের সাথে খেসারি লাল

অপরদিকে, অভিনেত্রীদের তালিকা যদি দেখা যায় সেখানেও চমক ভরপুর। যেমন নিজের চেহারা এবং লুকস দিয়ে পুরো ভোজপুরি দুনিয়াকে হাতের মুঠোয়ে করে রেখেছেন তিনি হলেন আম্রপালি দুবে।

সেই রকম নিজের দারুন অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করছেন বাঙালি অভিনেত্রী মোনালিসা। উঠতি অভিনেত্রীদের মধ্যে কাজল রাঘবানির নামও না বললে ভুল করা হবে তিনি অক্ষরা সিংও তালিকায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এই তালিকায় আরও একটি নাম যুক্ত হয়েছে, নামটি হলো আকাঙ্খা দুবে।

আরও পড়ুন -  Video: আকাঙ্খা দুবেকে নিয়ে দেদার রোমান্স করলেন পবন সিং, ঘুম উড়িয়ে দেবে এই জুটির কেমিস্ট্রি

সম্প্রতি খেসারি লাল এবং আকাঙ্খা দুবের একটি নতুন গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখানে গানের ভিডিওটি অ্যালবাম গরম গোলা থেকে নেওয়া হয়েছিল। গানটি খেসারি লাল যাদব গেয়েছেন। গানটি দেখেছেন পাঁচ লাখের বেশি মানুষ ও লাইক করেছেন ১৫ হাজার মানুষ।

আরও পড়ুন -  খয়রাশোল ভীমগড় ইসকনে রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব, প্রস্তুতি তুঙ্গে

খেসারি লাল যাদবের চ্যানেল থেকে এই গানটি ২ জুন ২০২৩-এ আপলোড করা হয়েছিল। এই গানে খেসারি লাল যাদবের রোমান্টিক স্টাইল দেখা যাচ্ছে। খেসারি লাল যাদব এই গানে অভিনেত্রী আকাঙ্খা দুবের সাথে অসাধারণ সুন্দর রোমান্স করেছেন। এই দুজনের কেমিস্ট্রি দেখে মানুষ রীতিমতো দিশেহারা। দুজনের গান সবাই বেশ পছন্দও করছে। আপনি দেখে নিন।