Soumitrisha Kundu: ঘাম ঝরালেন সৌমিতৃষা পুরুষদের সাদা লেহেঙ্গা এবং চোলিতে

Published By: Khabar India Online | Published On:

শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে বিছানায় শয্যাশায়ী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সোশ্যাল মিডিয়ায় নিজের স্টকে থাকা ইন্সটাগ্রাম রিল এবং ছবি শেয়ার করছেন শরীর খারাপ নিয়ে। চিকিৎসকের পরামর্শে বিছানা থেকে ওঠা বারণ। ফলে শুটিংয়ে যাওয়া হচ্ছে না তাঁর। এদিকে সৌমিতৃষার শেয়ার করা ছবিগুলি নেটদুনিয়ায় যথেষ্ট ভাইরাল।

ছবিগুলিতে সৌমিতৃষার পরনে রয়েছে সাদা এবং পার্পল রঙের সিকুইনড লেহেঙ্গা-চোলি। চোলিটি হল্টারনেক। চোলি জুড়ে রয়েছে পার্পল রঙের বিডসের কারুকার্য। চোলিতে রয়েছে ঢেউ খেলানো কারুকার্য। লেহেঙ্গার কোমরে রয়েছে একই রঙের বিডের ডিজাইন। লেহেঙ্গাটি ফ্লেয়ারড। সাথে রয়েছে রূপোলি রঙের চুমকির কারুকার্য। লেটেস্ট ট্রেন্ড মেনে হালকা মেকআপ করেছেন সৌমিতৃষা।

আরও পড়ুন -  Soumitrisha Kundu: এই প্রথমবার দেবের সাথে, দমবন্ধ হয়ে আসছিলো সৌমিতৃষার!

চোখের স্মোকি আই লুক নজর কাড়ছে। ন্যুড শেডের লিপস্টিকে রেঙেছে সৌমিতৃষার ঠোঁট। লম্বা চুল খোলা রেখেছেন সৌমিতৃষা। মাথায় পরেছেন সোনালি রঙের হেয়ারব্যান্ড। কানে পরেছেন স্টোন স্টাডেড সিলভার ইয়ারিং। আঙুলে রয়েছে অনেকগুলি আংটি। তবে লেহেঙ্গা-চোলির সাথে টিম আপ করা সাদা রঙের নেটের ওড়নাটি সৌমিতৃষার ছবি তোলার ধরনে সহজে চোখে পড়ছে না।

আরও পড়ুন -  ধর্মচক্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের মূল অংশ

ছবিগুলি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, তিনি কখনও সফলতার স্বপ্ন দেখেননি। তিনি সবসময়ই কঠিন পরিশ্রম করেছেন। এই ক্যাপশনের সাথে সৌমিতৃষা জুড়েছেন একটি পার্পল এবং একটি সাদা রঙের হার্ট ইমোজি। সৌমিতৃষার অনুরাগীরাও ছবির কমেন্ট সেকশনে তাঁর প্রশংসা করেছেন। সাম্প্রতিক কালে সৌমিতৃষার পিঠে এবং কোমরে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল। তা উপেক্ষা করে তিনি ‘মিঠাই’-এর শুটিং করছিলেন। দাঁড়িয়ে শুটিং করার ফলে ব্যথা মারাত্মক বেড়ে যায়।

আরও পড়ুন -  Virat Kohli: কোহলি বড় মন্তব্য করলেন গম্ভীরের উদ্দেশ্যে, ‘শোনার ক্ষমতা না থাকলে বলতে এসো না!’

চিকিৎসকের কাছে গেলে সৌমিতৃষা জানতে পারেন, তাঁর শরীরে ক্যালসিয়ামের যথেষ্ট অভাব ঘটেছে। কোমরে চিড় ধরেনি। আপাতত শুটিং থেকে ছুটি নিয়ে বিশ্রামে রয়েছেন সৌমিতৃষা।