হট রোম্যান্সে আম্রপালি দুবে এবং পবন সিং, সামলাতে পারবেন না নিজেকে, দেখলে

Published By: Khabar India Online | Published On:

পবন সিং ও আম্রপালি দুবের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় উনকো সাজন চুন লিয়া’-এর একটি গান ইন্টারনেটে সম্প্রতি আলোড়ন সৃষ্টি করছে। ভাতার কো ভি ভুল জাওগি শিরোনামে, দুই তারকা তাদের দেশি ঠুমকা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। পবন সিং নিজেই প্রিয়াঙ্কা সিংয়ের সাথে এই গানটি গেয়েছেন। গানটি আজকাল খুব ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন -  "মিনিটে মটনের মেটে তৈরি স্বাদিষ্ট ডিশ - জানেন কি কি লাগে?"

গানটিতে পবন ও আম্রপালি দুবে তাদের সিজলিং কেমিস্ট্রি শেয়ার করেছেন। পবন ও আম্রপালি ভোজপুরি সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা। তাদের বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে, অনেক ছবিতে একসঙ্গে কাজও করেছেন।

আরও পড়ুন -  Nobel Prize-2023: জন ফসি নোবেল পেলেন সাহিত্যে, নরওয়ের জনপ্রিয় নাট্যকার ও লেখক

বলে রাখি, এই ভিডিওটি এখন পর্যন্ত ইউটিউবে ৩৭ মিলিয়ন বার দেখা হয়েছে। পবন সিং ও আম্রপালি দুবের ‘ভাতার কো ভুল যাওগি’ গানটি ইউটিউবে ব্যাপক হিট হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন পবন সিং নিজেই, তার সাথে আছেন প্রিয়াঙ্কা সিং। অনেক পুরোনো হলেও খুব ভাইরাল হতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন -  Video: আম্রপালির শরীরের তাপ বাড়িয়ে মধুচন্দ্রিমায় নিরাহুয়া, গোপনে দেখতে হবে এই ভিডিওটি