বেডরুম থেকে নাইটি পরে ছবি শেয়ার করলেন অভিনেত্রী Neha Malik, ভাইরাল ছবি, PHOTOS

Published By: Khabar India Online | Published On:

নেহা মালিক নতুন প্রজন্মের কাছে পরিচিত একটি মুখ। ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও তার ভালোই পরিচিতি আছে। ভোজপুরি সিনেমাতে কাজ করার পাশাপাশি একাধিক পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে।

মডেলিং দুনিয়ার সাথেও যুক্ত। নেটিজেনদের মাঝেও থেকে থেকেই চর্চিত হতে দেখা যায় তাকে। সম্প্রতি আবারো অভিনেত্রী নিজের বোল্ড লুকের সূত্র ধরেই চর্চায় আছেন।

আরও পড়ুন -  Nirahua-Monalisa Song: যৌবনের তাপ দেখালেন মোনালিসা, দেখেই কন্ট্রোলের বাইরে নীরাহুয়া

অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় নেহা মালিক। নেটদুনিয়ায় অনুরাগীর সংখ্যা নেহাত হাতে গোনা নয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ৩.৫ মিলিয়ন।

নিজের একাধিক ছবি এবং ভিডিও নিজের ভক্তদের সাথে শেয়ার করে নেন তিনি। নিজের ভক্তদের কখনোই নিরাশ করেন না নেহা।

রবিবারের সকালেই হাজির হলেন রাত পোশাকে। বিছানায় বসেই দিলেন পোজ। এই মুহূর্তে যা রীতিমতো ঘুম উড়িয়েছে নেটমহলের একাংশের।

আরও পড়ুন -  বাবার বুকে শান্তিতে ঘুমাচ্ছে কৃশব !!

সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকে তাকে সবুজ রাত পোশাকেই দেখা গিয়েছে। খোলা চুলে হালকা মানানসই মেকাপ নিয়েছিলেন। পরেছিলেন গোলাপি লিপ গ্লসও। বিলাসবহুল, সাজানো-গোছানো ঘরেই এদিন দেখা মিলেছিল।

 

View this post on Instagram

 

A post shared by Nehhaa Malik (@nehamalik335)

ক্যামেরার সামনে বিছানায় বসেই দিয়েছিলেন একাধিক বোল্ড পোজ। কখনো মাথায় হাত দিয়ে, আবার কখনো সামনের দিকে ঝুঁকেই ক্যামেরার সামনে ছিলেন অভিনেত্রী। বলাই বাহুল্য, রবিবারের সকালে এই ভোজপুরি অভিনেত্রীর এমন বোল্ড লাস্যময়ী ঝলক দেখে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তাপমাত্রা বেড়েছে দর্শকদের মনে।

আরও পড়ুন -  তাপমাত্রা বাড়িয়েছে Nia Sharma-র সেক্সি পোজ দুধ সাদা মনোকিনিতে, দেখুন নায়িকার এমন ছবি