Indian Railway: সুখবর রেলযাত্রীদের জন্য, এসি কোচের ভাড়া ব্যাপক সস্তা হল

Published By: Khabar India Online | Published On:

এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে প্রধান মাধ্যম হল ভারতীয় রেল। যদি প্রায়ই থার্ড এসি দ্বারা ভ্রমণ করেন তবে এই খবরটি আপনার জন্য। রেলের এই সিদ্ধান্তের পর ট্রেনের এসি থ্রি ইকোনমি কোচে ভ্রমণ সস্তা হয়েছে। সম্প্রতি রেলওয়ে বোর্ডের জারি করা সার্কুলার অনুযায়ী, এসি কোচের ভাড়া সংক্রান্ত পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন -  ইএসআইসি-র অটল বীমিত ব্যাক্তি কল্যাণ যোজনার আওতায় হলফনামা দাখিলের মাধ্যমে দাবিদাওয়া জানানোর প্রয়োজনীয়তা নেই

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এসি ৩ ইকোনমি কোচের ভাড়া এসি ৩ কোচের চেয়ে কম হবে। আজ থেকে  ২২শে মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

তথ্য অনুযায়ী, রেলওয়ে গত বছর একটি বাণিজ্যিক সার্কুলার জারি করেছিল। এই সার্কুলারের পর এসি ৩ কোচ এবং এসি ৩ ইকোনমি কোচের ভাড়া সমান করা হয়েছিল। আগে যাত্রীদের ইকোনমি কোচে কম্বল ও বিছানার চাদর দেওয়া হত না। গত বছর থেকে ইকোনমি কোচের ভাড়া বাড়ানোর পর যাত্রীরা কম্বল এবং চাদরের সুবিধা পেয়েছেন। ২১ শে মার্চ, একটি সার্কুলার জারি করে, রেলওয়ে পুরানো ব্যবস্থা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে।  ভারতীয় রেলওয়ে এসি ৩ ইকোনমি তৈরি করেছিল তাদের জন্য যারা এসিতে ভ্রমণ করতে চান।

আরও পড়ুন -  Expensive Cities: সিঙ্গাপুর এবং নিউইয়র্ক, সবচেয়ে ব্যয়বহুল শহর, বিশ্বে

অতিরিক্ত ভাড়া দিতে পারেন না। মাঝে ভাড়ার অন্তর না থাকলেও আবার সেই পুরোনো ব্যবস্থা পুনরুদ্ধার করা হচ্ছে।
যদি ট্রেনের এসি ৩ ইকোনমি কোচে ভ্রমণ করেন তাহলে আপনাকে থার্ড এসির তুলনায় কম টাকা দিতে হবে। রেল আধিকারিকদের মতে, ইতিমধ্যেই টিকিট বুক করা যাত্রীরাও এই সিদ্ধান্তের সুবিধা পাবেন। এছাড়া যেসব যাত্রী অনলাইনে ও কাউন্টারে টিকিট নিয়েছেন তাদের টাকা রেলওয়ে ফেরত দিয়ে দেবেন।

আরও পড়ুন -  Indian Railway on Woman Safety: তৈরি হল নতুন নিয়ম নির্দেশিকা, ভারতীয় রেলের মহিলা সুরক্ষায় বিশেষ পদক্ষেপ

ছবিঃ সংগৃহীত