Nusrat Jahan: নুসরাত জাহান বিতর্কে আবার

Published By: Khabar India Online | Published On:

টালিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত জাহান নায়িকা হিসেবে। তারপর নাম লেখান রাজনীতিতে। নির্বাচিত হন সাংসদ।

অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যাচ্ছেন টালিউডে অভিনেত্রী নুসরাত জাহান। এ ছাড়া সংসারের দায়িত্ব পালন করছেন দারুণভাবে।

সম্প্রতি কাজের ফাঁকে প্রায়ই সামাজিকমাধ্যমে ফটোশুটের ছবি প্রকাশ করেন নুসরাত। সদ্য নতুন ফটোশুটে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন।

আরও পড়ুন -  Bonny Sengupta: কাঠি করার লোকের অভাব নেই ইন্ডাস্ট্রিতেঃ বনি সেনগুপ্ত

কালো ব্রালেট টপের সঙ্গে কালো জিনস এবং ডিজাইনার কালো জ্যাকেট পরে নতুন ফটোশুটে ধরা দেন নুসরাত। ঢেউ খেলানো চুল, ন্যুড লিপস্টিক, চোখে আইলাইনার এবং গাঢ় কাজলে হট লুকে অভিনেত্রী।

আরও পড়ুন -  ঠোঁট ফাটা

ছবিগুলো শেয়ার করে নুসরাত লেখেন, দুই চাকা তোমার হৃদয়কে চালিয়ে নিয়ে যায়। শুধু বাইকপ্রেমীরাই বুঝতে পারবে। বাইকের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

সাংসদ-অভিনেত্রীর লেটেস্ট ফটোশুটে বোল্ড আউট নেটিজেনরা। উড়ে এসেছে নানা ট্রলও। এক নেটিজেনের মন্তব্য, এটি তো মিঠুন দার জ্যাকেট!

আরও পড়ুন -  Gold Price Today-ক্রেতাদের মাথায় হাত, বদলে গেল সোনার দাম

সামনে স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন নুসরাত। দেবরাজ সিংহের নতুন ছবি ‘শিকারে’ দেখা যাবে তাকে। থ্রিলার ঘরানার ছবিটির শুটিং শুরু হবে।