29 C
Kolkata
Wednesday, May 15, 2024

Israel: ইসরায়েল আবারও বিমান হামলা চালিয়েছে, গাজায়

Must Read

আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোরে। গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের রকেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল সম্বলিত একটি ভূগর্ভস্থ কারখানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, শনিবার গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছিল। কথিত রকেট উৎক্ষেপণের বিষয়ে কোনো ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন -  ত্রাণবাহী ট্রাক ঢুকল গাজায়, রাফাহ ক্রসিং দিয়ে

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিযানে একজন নিহত হয়েছে।

নাবলুসে অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। কয়েক বছরের মধ্যে এই অঞ্চলে সহিংসতার সবচেয়ে মারাত্মক সময়ের মধ্যে এই অভিযান চালানো হয়।

আরও পড়ুন -  Sunny Leone: ঘুম কাড়লেন সানি, কালো পোশাকে-র ছবি পোস্ট করে

চলতি বছর এ পর্যন্ত অন্তত ৪২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলিরা। ইসরায়েলি পক্ষের ১০ জন নিহত হয়।

রবিবার আরব এবং ইসলামিক দেশগুলোর কয়েক ডজন নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তিকে আরও খারাপ করতে পারে কারণ ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বেড়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিম তীর ও অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি মারাত্মক হামলার সম্মুখীন হচ্ছে, বিশ্ব নেতাদের ইসরায়েলের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন -  Debchandrima Singha Roy: ভিন্ন রূপে ধরা দিলেন দেবচন্দ্রিমা, ভাইরাল ভিডিও

আরব লীগের বৈঠকে আব্বাস বলেন, ইসরায়েলের ষড়যন্ত্র ও অনুশীলন সব রেড লাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে হবে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে।

সূত্রঃ রয়টার্স, আলজাজিরা। ছবিঃ সংগৃহীত

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img