34 C
Kolkata
Tuesday, May 21, 2024

Budget News: বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ, KYC এর জন্য লাগবে শুধু প্যান কার্ড

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সরকারি বাজেট ঘোষণা করলেন

Must Read

আজ ১ লা ফেব্রুয়ারি সরকারি বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট দেখে আমজনতার মুখে হাসি ফুটবে বলেই মনে করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানিয়ে রাখি, এটাই নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় পর্বের ইনিংসে শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ আজকের বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্যান কার্ড ও কেওয়াইসি নিয়ে বড় ঘোষণা করেছেন।

কি বলেছেন তিনি?

আরও পড়ুন -  15th President of India: শপথ নিলেন দ্রৌপদী মুর্মু, ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে

আসলে মোদির কেন্দ্রীয় সরকার এই ভারতকে ডিজিটাল ইন্ডিয়া করতে চান। সেই উদ্যোগের অংশ হিসাবে আজ বাজেটে এক বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণ KYC পদ্ধতিকে সরলীকরণ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ডিজিটাল করতে চায় কেন্দ্রীয় সরকার। নির্মলা সীতারমণ আজ ভাষণের মাঝে জানিয়েছেন যে, প্যান কার্ডই সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য গ্রহণযোগ্য করা হবে৷ ইউনিফায়েড ফাইলিং প্রসেস সেটআপ করা হয়েছে৷

আরও পড়ুন -  PAN-Aadhar Link: করতে হবে প্যান আধার কার্ড লিঙ্ক, মার্চের মধ্যে, করবেন কি করে? বিস্তারিত বিবরণ পড়ুন

ওয়ান স্টপ সলিউশন ও আইডেনন্টিটি আর অ্যাড্রেস অর্থাৎ পরিচয় ও বাসস্থানের ঠিকানার জন্য সমস্ত ডকুমেন্ট ডিজি লকার ও আধারের ওয়ান স্টপ সলিউশনে আর আইডেন্টিটি অ্যাড্রেসের জন্য করা হবে৷ ডিজি লকার ও আধারের কারণে এটাকে ওয়ান স্টপ সলিউশন করা হবে৷

আরও পড়ুন -  ১০ টি নম্বরের অর্থ কি? জেনে নিন, প্যান কার্ডে থাকা প্রত্যেকটি নম্বরের গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে

 একটি কমন পোর্টালে জমা থাকবে সমস্ত তথ্য। কোনো সংস্থা সেই তথ্য ব্যবহার করতে চাইলে, যার তথ্য, তার থেকে অনুমতি নিতে হবে। বাজেটে এই ঘোষণার পর বিশেষজ্ঞদের মতে, ‘ডিজিটাল ইন্ডিয়াকে সমর্থণ করার জন্য কেওয়াইসি প্রসেস সরল করা জরুরি ছিল৷ এটা খুব ভাল সিদ্ধান্ত৷ প্রতি ফাইনিন্সিয়াল রেগুলেটর এখন মাস্টার কেওয়াইসিকে রিভিউ করা হবে।’ ছবিঃ সংগৃহীত।

Latest News

Gold Price Today: মুখে হাসি ফুটেছে ক্রেতাদের সোনার দাম শুনে, তা হলে আজকে কলকাতায় দাম কি?

Gold Price Today: মুখে হাসি ফুটেছে ক্রেতাদের সোনার দাম শুনে, তা হলে আজকে কলকাতায় দাম কি? জৈষ্ঠ্য মাসে বিয়ের জন্য...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img