34 C
Kolkata
Friday, April 26, 2024

Saraswati Puja: সরস্বতী পুজোয়, লক্ষ্মী লাভের আশায় মৃৎশিল্পীরা

Must Read

নিজস্ব সংবাদদাতাঃ  সরস্বতী পুজোয় লক্ষ্মী লাভের আশায় মৃৎশিল্পীরা।

আর হাতে মাত্র দুই দিন, তারপরেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কুমারটুলির মৃৎ শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। যতটা সম্ভব এই দুই দিনের মধ্যে বেশি করে প্রতিমা বানাতে হবে। গত দুই বছরের তুলনায় এই বছরে সরস্বতী প্রতিমার চাহিদা বেড়েছে। করোনার নাগপাশ থেকে অনেকটাই মুক্ত এই পৃথিবী, সেই কারণে এবারে সরস্বতী পূজার সংখ্যা অনেকটাই বেড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,কোচিং সেন্টার, সহ আরো বিভিন্ন জায়গায় এবারে সরস্বতী পুজো হবে।

আরও পড়ুন -  Valentine's Day: বিশ্ব ভালোবাসা দিবস, ফাল্গুনের আগমন

সরস্বতী পুজো একধারে বাঙালির ভ্যালেন্টাইনসডে, সরস্বতী পূজার প্রস্তুতি জোর কদমে চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইতিমধ্যে পুজোর জন্য প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে গেছে। কুমারটুলির মৃৎশিল্পীরাও আশা করছেন এবারে তাদের ভালই লক্ষ্মী লাভ হবে।

আরও পড়ুন -  আসানসোল উত্তর বিধানসভার এলাকায় পালিত হল তৃণমূল শহীদ দিবস

Latest News

Short Flim: এই কাণ্ড ঘটালেন যুবতী, একলা দেখবেন শর্ট ফিল্মটি

Short Flim: এই কাণ্ড ঘটালেন যুবতী, একলা দেখবেন শর্ট ফিল্মটি। Short Flim টি ১৮+উদ্ধের জন্য তৈরি করা হয়েছে। শর্ট ফিল্ম,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img