Nirhua-Amarapali Video: আম্ভ্রপালি দুবে এই জিনিস দেখালেন, নীরাহুয়াকে, অভিনেতা ঘামতে শুরু করল

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়।

আরও পড়ুন -  প্রিয়াঙ্কা পণ্ডিত এবং প্রদীপ পান্ডে মত্ত বেডরুমে রোমান্সে, ক্লিক করবেন না বাচ্চাদের সামনে, Video Watch

 অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে।
এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়।

ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়।

আরও পড়ুন -  গাইডলাইন প্রকাশ UIDAI, আধার কার্ড সুরক্ষিত রাখার, নতুন প্রযুক্তি নিয়ে এলো, জেনে নিন

ভোজপুরি ইন্ডাস্ট্রির নীরাহুয়া ও আম্ভ্রপালি দুবে এক জনপ্রিয় নাম। সম্প্রতি আবার একটি ভোজপুরি গানের জন্য ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন নীরাহুয়া ও আম্ভ্রপালি দুবে। এই গানে আম্ভ্রপালি দুবে, নীরাহুয়ার দিকে বন্দুক তাক করে রয়েছেন। গানের সাথে সাথে তারকা জুটির গভীর রসায়ন দেখানো হয়। এই ভিডিও মুহূর্তের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেটে। এটি ‘লাভ দেহেজ’ সিনেমার। এই ভিডিওটি ইতিমধ্যেই ১১ মিলিয়ন মানুষ দেখেছেন ও ১.৫ লাখের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন।

আরও পড়ুন -  Bhojpuri Song: আম্রপালিকে একা বন্ধ ঘরে পেয়ে নিয়ন্ত্রণের বাইরে গেলেন নিরাহুয়া, দুষ্টুমি শুরু