Coach Resignation: পদত্যাগ নেদারল্যান্ডের কোচের, আর্জেন্টিনার সঙ্গে কোয়ার্টারে হেরে

Published By: Khabar India Online | Published On:

কোয়ার্টারে হেরে নেদারল্যান্ডস বিদায় নেয়ার সাথে,সরে দাঁড়ান কোচ লুই ফন গাল। নেদারল্যান্ডসের অন্যতম সেরা একজন কোচ হিসেবে সর্বজনস্বীকৃত লুই ফন গাল। বার্সেলোনা, আয়াক্স এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মত ক্লাবের কোচ হিসেবে পেয়েছেন সফলতা।

আরও পড়ুন -  Italy: প্রধানমন্ত্রীর পদত্যাগ ইতালির

সিদ্ধান্তটা আগেই নেয়া ছিল। বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন ডাচ কোচ। বর্তমান মেয়াদের আগে আরো দুইবার ডাচদের কোচ হয়েছিলেন তিনি। ২০০০-০১ সালে প্রথমবার কোচ হয়েছিলেন নেদারল্যান্ডসের। ১৫টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ৯টি ম্যাচ জিতেই প্রথম মেয়াদ শেষ করেন।

আরও পড়ুন -  Tata Group: প্রায় ২৭ হাজার জনকে চাকরি দেবেন রতন টাটা, সামনে এসেছে এই প্ল্যান

 আবারো নেদারল্যান্ডসের কোচ হন ২০১২ সালে। ২০১৪ বিশ্বকাপে তার অধীনেই স্পেনকে হারিয়ে গ্রুপে শীর্ষ হয়ে বিশ্বকাপের সেমিতে উঠেছিল। সেবারও সেই আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল কমলা জার্সিধারীরা।

আরও পড়ুন -  Gavin Williamson Resigns: গ্যাভিন উইলিয়ামসনের পদত্যাগ, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

তৃতীয় মেয়াদে ডাচদের হয়ে ২০২১ সালে দায়িত্ব নিয়ে মোট ২০ ম্যাচে ১৪টিতেই জয়ের দেখা পেয়েছেন তিনি।

বড় দলগুলোকে শিরোপা জেতাতে না পারলে কোচরাও স্থায়ী হন না। ফলশ্রুতিতে তিনি নিজে থেকেই সরে দাঁড়ান।

ছবিঃ সংগৃহীত।