33 C
Kolkata
Saturday, May 18, 2024

Expensive-Cheapest-City: ব্যয়বহুল আর কোনটি সস্তা শহর, বিশ্বের

Must Read

বিশ্বের কোন শহরটি সবচেয়ে ব্যয়বহুল, কোনটি সস্তা তার তালিকা তৈরি করা হয় প্রতি বছরই।

বিশ্বের অর্থনীতির একটা অন্যরকম ছবি এর মাধ্যমে মেলে। তৈরি হয়েছে দুটি তালিকা। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ও বিশ্বের সবচেয়ে সস্তা শহর।

দামাস্কাস এবং ত্রিপোলি বিশ্বের সস্তাতম শহরের তকমা পেয়েছে। সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেয়েছে নিউইয়র্ক এবং সিঙ্গাপুর। ভারতের মধ্যে ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত বেঙ্গালুরু। চেন্নাই পেয়েছে বিশ্বের সস্তাতম শহরের তকমা।

আরও পড়ুন -  Expensive Cities: সিঙ্গাপুর এবং নিউইয়র্ক, সবচেয়ে ব্যয়বহুল শহর, বিশ্বে

২০২২ সালের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহরের তালিকা দেখে নেয়া যাক। প্রথমে রয়েছে সিঙ্গাপুর এবং নিউইয়র্ক।

এর পরে আছে, ইজরায়েলের তেল আভিভ, চিনের হংকং, মার্কিন যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলস।

আরও পড়ুন -  Building Collapse In Mumbai: নিহত বেড়ে ১৯, মুম্বাইয়ে চারতলা ভবন ধ্বসে

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় রয়েছে, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো, প্যারিস, কোপেনহাগেন, ডেনমার্ক ও সিডনি!

এবার দেখে নেয়া যাক এই বছরের সবচেয়ে সস্তা ১০ শহরের তালিকা। সেই তালিকায় রয়েছে কলম্বো (শ্রীলঙ্কা), আলমাটি (কাজাখিস্তান), করাচি (পাকিস্তান)-র নাম।

আরও পড়ুন -  Horoscope: আজ ৭ই অক্টোবর, রাশিফল দেখুন

সস্তা শহরের তালিকায় রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ, তিউনিস এবং তেহরান।

সবচেয়ে কৌতূহলোদ্দীপক হল, ভারতের নিরিখে যেসব শহরগুলি একটু কস্টলি, বিশ্বের নিরিখে সেগুলিই অনেক সস্তা। যেমন, বেঙ্গালুরু, চেন্নাই ও আহমেদাবাদ।

সূত্র ও ছবিঃ জি নিউজ।

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img