38 C
Kolkata
Friday, May 17, 2024

Referee Watch: ঘড়ির দাম ৬ লাখ টাকা, রেফারিদের হাতে ঘড়ি, আধুনিক প্রযুক্তির ছাপ এবার বিশ্বকাপে

Must Read

কাতার বিশ্বকাপে আধুনিক প্রযুক্তির ছাপে ঘেরা। রেফারিদের হাতে যে ঘড়ি দেখা যাচ্ছে, একেকটির দাম প্রায় ৬ লাখ টাকা।

কাতার বিশ্বকাপে রেফারিরা যে ঘড়ি ব্যবহার করছেন, তাতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। চলতি বিশ্বকাপে ভিআরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে মাঠের রেফারিদের যোগাযোগ হচ্ছে ঘড়ির মাধ্যমে।

রেফারিদের হাতের ঘড়ি শুধু সময় দেখার জন্য নয়। কাতার বিশ্বকাপে রেফারিদের হাতে যে ঘড়ি দেখা যাচ্ছে, তার একেকটির দাম ৬ লাখ টাকার মতো। কী আছে ঘড়িতে?

আরও পড়ুন -  Qatar World Cup-2022: চ্যাম্পিয়নরা জয় নিয়েই মাঠ ছাড়লো

রেফারিদের ঘড়ি এখন অনেক উন্নত। বিশ্বকাপে যারা রেফারিং করছেন, তাদের ঘড়িতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। রেফারিদের ঘড়িতে রয়েছে একাধিক চিপ। তথ্য পাঠানো হচ্ছে প্রতি মুহূর্তে।

অফসাইড হলে, বল গোল লাইন পেরিয়ে গেলে, ভিআরের রেফারিরা কোনও নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে ঘড়ি কেঁপে উঠছে। ঘড়িতে নির্দেশ পেয়ে রেফারিরা খেলা থামিয়ে দিচ্ছেন। কোনও ফুটবলার সম্পর্কে তথ্য দরকার হলে সেটাও এই ঘড়ির মাধ্যমে পেতে পারেন রেফারিরা।

আরও পড়ুন -  Police Inspector: ‘পুলিশ ইন্সপেক্টর’ ম্যাচ রেফারি, আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে

 রেফারিদের ঘড়ি সরবরাহ করে সুইজারল্যান্ডের সংস্থা হাবলট। বাজারচলতি দামি স্মার্টওয়াচ-এর থেকে এই ঘড়িগুলিতে তার থেকেও বেশি প্রযুক্তি রয়েছে। যখন তথ্য দরকার, সবই ঘড়িতে পেয়ে যাবেন।

 সাধারণত কালো সেরামিক ও কালো টাইটানিয়ামের ডায়াল হয়। রেফারিদের পাশাপাশি কাতারে আসা ভিভিআইপি অতিথি এবং প্রাক্তন ফুটবলারদেরও এই ঘড়ি উপহার দেওয়া হয়েছে। সাধারণ মানুষ চাইলেও এই ঘড়ি কিনতে পারবেন না।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ফিফা সময় নির্ধারণ করলো, প্রাথমিক স্কোয়াড জমা দেয়ার

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে মোট ১২৯ জন ম্যাচ পরিচালক রয়েছেন। তার মধ্যে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিআর রেফারি। ৬ জন মহিলা রেফারিও রয়েছেন।

ছবিঃ সংগৃহীত।

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img