Sophie Choudry: পারদ চড়ালেন সোফি চৌধুরী, সুইমিং পুলে, মুগ্ধ সকলে

Published By: Khabar India Online | Published On:

সোফিয়া চৌধুরী অন্যতম পরিচিত। আমেরিকান পপ গায়িকা হওয়ার পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রির সাথেও যুক্ত।

 ছোট বয়স থেকেই গান করছেন সোফিয়া। সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। প্রায়ই সোশ্যাল মিডিয়াতে নেটজনতার একাংশের মাঝে নিজের বোল্ড, হট লুকের সূত্র ধরে চর্চার আলোয় থাকেন। আবারো সেই সূত্রেই পারদ চড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার।

আরও পড়ুন -  Shashi Tharoor: ‘কে বলে লোকসভা… আকর্ষণীয় জায়গা নয়?’

সম্প্রতি সোফিয়া নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজের একটি মনোকিনি লুক শেয়ার করে নিয়েছেন। ছবি শেয়ার হওয়া মাত্রই চর্চিত হচ্ছেন। ছবিতে মব কালারের মনোকিনিতে সুইমিং পুলের নীল জলে সময় কাটাতে দেখা গিয়েছে তাকে। খোলা চুলে, ভিজে শরীরে, বিনা মেকাপ লুকে ছিলেন তিনি। এই মনোকিনি লুক পুরো করার জন্য গলায় একটি নেকলেসও পরেছিলেন তিনি। নিজের বক্ষভাঁজ ক্যামেরার সামনে ফ্লন্ট করতে দেখা গিয়েছে সোফিয়াকে। তার এই বোল্ড লুকে চোখ ধাঁদিয়ে গিয়েছে তার ভক্তদের।

আরও পড়ুন -  চালু হচ্ছে নতুন ৩ জোড়া ট্রেন, দিঘা যাওয়া আরও সহজ, জানুন সব কিছু তথ্য

সোফিয়া নিজের এই লুককে কেন্দ্র করেই গোটা সোশ্যাল মিডিয়ার তাপমাত্রা বাড়িয়েছেন। ঝড় তুলেছেন নেটিজেনদের মনেও। এই প্রথম নয়, এর আগেও বহুবার সোফিয়া চৌধুরী মনোকিনি লুকে দেখা দিয়েছেন নেটদুনিয়ায়।

আরও পড়ুন -  Gold Price: সোনার দাম ঊর্ধ্বমুখী, আজ কেমন যাচ্ছে আপনার শহরে দাম?

অন ক্যামেরা হোক কিংবা অফ ক্যামেরা সর্বদাই সোফিয়ার মুখে চোখে থাকে বোল্ডনেসের ছাপ। চোখের চাহনিতে থাকে আবেদনের ছোঁয়াও, নিমেষের মধ্যে ঘায়েল করে তার অগণিত ভক্তদের।

 

View this post on Instagram

 

A post shared by SOPHIE (@sophiechoudry)