Cameroon-Serbia: সার্বিয়াকে রুখে দিল ক্যামেরুন, ৬ গোলের রোমাঞ্চ

Published By: Khabar India Online | Published On:

 ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যামেরুন-সার্বিয়া।

 দুই দলেরই এই ম্যাচ থেকে এক পয়েন্ট হলেও প্রয়োজন ছিল। ছয় গোলের রোমাঞ্চ ম্যাচে ৩-৩ গোলে ড্র করলো দু’দল। কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ উপহার দিল ক্যামেরুন।

 ক্যামেরুন প্রথমে লিড নিলেও প্রথমার্ধের একেবারের শেষ মুহূর্তে গোল করে সার্বিয়াকে সমতায় ফেরান পাভলোভিচ। ১-১ গোলে সমতা রেখেই শেষ হবে প্রথমার্ধ, তখনই মিলিনকোভিচ-স্যাভিচের গোলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় সার্বিয়া।

আরও পড়ুন -  পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪, চলন্ত ট্রেনে গুলি

ম্যাচজুড়ে ক্যামেরুন অন-টারগের্ট শর্ট ৮টির মধ্যে ৩টি বল জালে জড়িয়েছে। সার্বিয়ার অন-টারগের্ট শর্ট মাত্র ৫টি, ৩টি গোল আদায়ে সক্ষম তারা। বল পজিশনে এগিয়ে সার্বিয়া, ৬০ শতাংশ। ক্যামেরুনের বল পজিশন ৪০ শতাংশ।

আরও পড়ুন -  Messi: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মেসি, বিশ্বকাপ জিতলেই!

 দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মধ্যে আলেক্সজান্ডার মিত্রভিচের গোলে নিজেদের পক্ষে ব্যবধান বাড়িয়ে সার্বিয়া করে ৩-১। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ক্যামেরুন।

পর পর আক্রমণ তুলে আনতে থাকে দলকে সমতায় ফিরিয়ে আনার জন্য। সফলও হয় রজার মিল্লার দেশ। ৬৪ মিনিটে জিন-চার্লস ক্যাস্টিলেটোর পাস থেকে ভিনসেন্ট আবুবাকার গোল করে ব্যবধান কমান ক্যামেরুনের পক্ষে। দুই মিনিটের মধ্যে আরও একটি গোল পায় ক্যামেরুন।

আরও পড়ুন -  Raj-Subhashree: ঠোঁট ঠাসা চুমু স্বামী রাজকে নতুন বছরে শুভশ্রী, ঘনিষ্ঠ ছবি শেয়ার করলেন

৬৬ মিনিটে ভিনসেন্ট আবুবাকরের পাস থেকে এরিক ম্যাক্সিম চৌপ-মোতিং গোল করে ক্যামেরুনকে সমতায় ফেরায়।

ছবিঃ ইন্টারনেট।