Cameroon-Serbia: সার্বিয়াকে রুখে দিল ক্যামেরুন, ৬ গোলের রোমাঞ্চ

Published By: Khabar India Online | Published On:

 ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যামেরুন-সার্বিয়া।

 দুই দলেরই এই ম্যাচ থেকে এক পয়েন্ট হলেও প্রয়োজন ছিল। ছয় গোলের রোমাঞ্চ ম্যাচে ৩-৩ গোলে ড্র করলো দু’দল। কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ উপহার দিল ক্যামেরুন।

 ক্যামেরুন প্রথমে লিড নিলেও প্রথমার্ধের একেবারের শেষ মুহূর্তে গোল করে সার্বিয়াকে সমতায় ফেরান পাভলোভিচ। ১-১ গোলে সমতা রেখেই শেষ হবে প্রথমার্ধ, তখনই মিলিনকোভিচ-স্যাভিচের গোলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় সার্বিয়া।

আরও পড়ুন -  Wheat Price: ডাল ও গমের দাম শীঘ্রই কমবে, সরকার এই পদক্ষেপ নিচ্ছে

ম্যাচজুড়ে ক্যামেরুন অন-টারগের্ট শর্ট ৮টির মধ্যে ৩টি বল জালে জড়িয়েছে। সার্বিয়ার অন-টারগের্ট শর্ট মাত্র ৫টি, ৩টি গোল আদায়ে সক্ষম তারা। বল পজিশনে এগিয়ে সার্বিয়া, ৬০ শতাংশ। ক্যামেরুনের বল পজিশন ৪০ শতাংশ।

আরও পড়ুন -  Fernando Santos: আট বছরের সম্পর্ক শেষ হলো ফের্নান্দো সান্তোসের, পর্তুগালের কোচ

 দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মধ্যে আলেক্সজান্ডার মিত্রভিচের গোলে নিজেদের পক্ষে ব্যবধান বাড়িয়ে সার্বিয়া করে ৩-১। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ক্যামেরুন।

পর পর আক্রমণ তুলে আনতে থাকে দলকে সমতায় ফিরিয়ে আনার জন্য। সফলও হয় রজার মিল্লার দেশ। ৬৪ মিনিটে জিন-চার্লস ক্যাস্টিলেটোর পাস থেকে ভিনসেন্ট আবুবাকার গোল করে ব্যবধান কমান ক্যামেরুনের পক্ষে। দুই মিনিটের মধ্যে আরও একটি গোল পায় ক্যামেরুন।

আরও পড়ুন -  Samba Dance: সাম্বা নাচ আনন্দের বহিঃপ্রকাশ, অসম্মান নয়ঃ ভিনিসিয়াস জুনিয়র

৬৬ মিনিটে ভিনসেন্ট আবুবাকরের পাস থেকে এরিক ম্যাক্সিম চৌপ-মোতিং গোল করে ক্যামেরুনকে সমতায় ফেরায়।

ছবিঃ ইন্টারনেট।