Economy: অর্থনীতি চাঙ্গা, নভেম্বর-ডিসেম্বরে ৩২ লাখ বিয়েতে

Published By: Khabar India Online | Published On:

 দীপাবলিতে দারুণ ব্যবসা করেছেন ব্যবসায়ীরা। কিছুদিনের মধ্যে শুরু হতে যাওয়া বিয়ের মৌসুমেও পকেট ভারী হওয়ার আশা করছেন তারা। এবারের মৌসুমে দেশজুড়ে এক মাসে অন্তত ৩২ লাখ বিয়ে হতে পারে। ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) এক সমীক্ষায় এই তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। চলবে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত।

সিএআইটি আশা করছে, এই এক মাসে প্রায় ৩২ লাখ বিয়ে হতে পারে। কেবল দিল্লিতেই হবে সাড়ে তিন লাখের বেশি,যাতে খরচ হবে প্রায় ৭৫ হাজার কোটি টাকা।

আরও পড়ুন -  Journalists: বিশ্বে ৪৬ সাংবাদিক নিহত, কারাগারে ৪৮৮

সমীক্ষা বলছে, এবারের মৌসুমে তিন লাখ টাকা খরচ হতে পারে এমন বিয়ে হবে প্রায় পাঁচ লাখ, পাঁচ লাখ টাকা খরচের বিয়ে হবে ১০ লাখ ও ১০ লাখ টাকা খরচ হতে পারে এমন বিয়ে হবে অন্তত ১০ লাখ।

সব মিলিয়ে এবারের বিয়ের মৌসুমে দেশে ভালো ব্যবসা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। গত বছর একই সময়ে প্রায় ২৫ লাখ বিয়ে হয়েছিল।

আরও পড়ুন -  Video: এই যুবতী, অভিনেত্রীদের টক্কর দিলেন, দারুণ জনপ্রিয় হিন্দি গানে সাহসী ডান্স করে মুগ্ধ করে দিলেন দেখে নিন

দেশে বিয়ের পরবর্তী মৌসুম শুরু হবে আগামী বছরের ১৪ জানুয়ারি, চলবে জুলাই মাস পর্যন্ত।

সিএআইটি বলেছে, বিয়ের মৌসুমে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন সারা দেশের ব্যবসায়ীরা। ক্রেতাদের সম্ভাব্য ভিড় সামলাতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন।

সংগঠনটি জানিয়েছে, বিয়ের মৌসুমে সাধারণত গহনা, শাড়ি, লেহেঙ্গা, আসবাবপত্র, তৈরি পোশাক, জামাকাপড়, জুতো, বিয়ে ও শুভেচ্ছার কার্ড, মিষ্টি, ফল, পূজার সামগ্রী, মুদিপণ্য, খাদ্যশস্য, সাজগোজের উপকরণ, বাড়ির সাজসজ্জার সামগ্রী, বৈদ্যুতিক জিনিসপত্র, নানা ধরনের উপহার সামগ্রী প্রভৃতির চাহিদা বেশি থাকে।

আরও পড়ুন -  Canada: ট্রুডো ও সোফি, ১৮ বছরের সংসারের ইতি

এছাড়া মণ্ডপ সাজানো, ফুলের সাজসজ্জা, ক্রোকারিজ, ক্যাটারিং, ভ্রমণ সেবা, ক্যাব সেবা, স্বাগত জানানো পেশাদার দল, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, অর্কেস্ট্রা, ডিজে, শোভাযাত্রার জন্য ঘোড়া, ওয়াগনসহ নানা ধরনের সেবায় এবার বড় ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে ব্যাংকুয়েট হল, হোটেল, উন্মুক্ত লন, কমিউনিটি সেন্টার, পার্ক, ফার্ম হাউসের মতো জায়গাগুলোও বিয়ের অনুষ্ঠানের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। প্রতিকী ছবি।